কচলা

কচলা [ kacalā ] ক্রি. (প্রধানত ধোয়ার সময়) রগড়ানো, চটকানো। কচলানি–বি. রগড়ানো, চটকানো; রগড়ানো বা চটকানো জিনিস। কচলানো–বিণ. রগড়ানো বা চটকানো হয়েছে এমন। বি. চটকানো বা রগড়ানো। [হি. কুচলানা]।

কচরকচর

কচরকচর [ kacara-kacara ] কচরমচর-এর অনুরূপ।

কচরমচর

কচরমচর, কচরকচর [ kacara-macara, kacara-kacara ] অব্য. চিবানোর বা তর্কবিতর্কের বা গোলমালের অনুকারধ্বনি।

কচড়া

কচড়া [ kacaḍā ] বি. পাকানো মোটা দাড়ি, দড়া। [দেশি]।

কচটানো

কচটানো–বি. বিণ. চটকানো, মাখা; মাখা হয়েছে এমন।

কচটা

কচটা [ kacaṭā ] ক্রি. চটকানো, মাখা। [বাং. চটকা-ধ্বনি বিপর্যয়ের ফলে]। কচটানো–বি. বিণ. চটকানো, মাখা; মাখা হয়েছে এমন।

কচকচে

কচকচে–বিণ. চিবানোর ফলে কচকচ শব্দ হয় এমন।

কচকচানি

কচকচানি, কচকচি–বি. ১. একটানা কচকচ শব্দ; ২. ঝগড়াঝাঁটি; ৩. তর্কবিতর্ক (আইনের কচকচি)।

কচকচ

কচকচ–অব্য. ক্রমাগত পেঁচিয়ে কাটবার চিবানোর শব্দবিশেষ।