কচুকাটা

কচুকাটা–বিণ. অবলীলাক্রমে ও সম্পূর্ণভাবে কেটে ফেলা হয়েছে এমন।

কচু

কচু [ kacu ] বি. ১. মানুষের খাদ্য কন্দবিশেষ; ২. (অবজ্ঞায়) কিছুই না, ঘোড়ার ডিম (তুমি আমার কচু করবে)। [সং. √ কচ্ + উ, তু. হি. কচচূ]। কচুকাটা–বিণ. অবলীলাক্রমে ও সম্পূর্ণভাবে কেটে ফেলা হয়েছে এমন। কচুঘেঁচু–বি. আজেবাজে শাকসবজি; অখাদ্য বস্তু। কচুপোড়া–বি. অখাদ্য বস্তু; কিছুই নয়।

কচি

কচি [ kaci ] বিণ. ১. অতি কাঁচা; ২. নবজাত (কচি বাচ্চা); ৩. অল্পবয়স্ক (কচি ছেলে); ৪. নবীন (কচি বয়স)। [দেশি]। কচি কলাপাতা রং [ kaci kalāpātā ra ] বি. কচি কলাপাতার রঙের মতো হালকা সবুজ রং। [বাং. কচি + কলাপাতা + রং]।

কচালে

কচালে, কুচুলে–বিণ. ঝগড়াটে, কুঁদুলে।

কচাল

কচাল, কোচল [ kacāla, kōcala ] বি. অনাবশ্যক ঝগড়া বা মন কষাকষি। [দেশি]। কচালে, কুচুলে–বিণ. ঝগড়াটে, কুঁদুলে।

কচাত্

কচাত্ [ kacāt ] অব্য. নরম জিনিস এক কোপে কাটবার শব্দবিশেষ। [ধ্বন্যা.]।

কচা

কচা [ kacā ] বি. ১. গাছের কচি ডাল (চলতে চলতে একটা জিয়লের কচা ভেঙে নিল); ২. লাঠি, দণ্ড (কচা হাতে ছুটে এল)। [দেশি]।

কচলানো

কচলানো–বিণ. রগড়ানো বা চটকানো হয়েছে এমন। বি. চটকানো বা রগড়ানো। [হি. কুচলানা]।

কচলানি

কচলানি–বি. রগড়ানো, চটকানো; রগড়ানো বা চটকানো জিনিস।