কচু [ kacu ] বি. ১. মানুষের খাদ্য কন্দবিশেষ; ২. (অবজ্ঞায়) কিছুই না, ঘোড়ার ডিম (তুমি আমার কচু করবে)। [সং. √ কচ্ + উ, তু. হি. কচচূ]। কচুকাটা–বিণ. অবলীলাক্রমে ও সম্পূর্ণভাবে কেটে ফেলা হয়েছে এমন। কচুঘেঁচু–বি. আজেবাজে শাকসবজি; অখাদ্য বস্তু। কচুপোড়া–বি. অখাদ্য বস্তু; কিছুই নয়।