কছু

কছু [ kachu ] সর্ব. (ব্রজ.) কিছু। [হি. কুছ্]।

কছম

কছম [ kachama ] বি. রকম, প্রকার। [ফা. কিস্ম্]।

কচ্ছপী

কচ্ছপী–কচ্ছপ-এর স্ত্রীলিঙ্গ।

কচ্ছপ

কচ্ছপ [ kacchapa ] বি. কাছিম। [সং. কচ্ছ + √ পা + অ]। বি. স্ত্রী. কচ্ছপী।

কচ্ছ

কচ্ছ [ kaccha ] বি. ১. জলময় ভূমি, জলা জমি; ২. সমুদ্রতীরের ভূমি; ৩. গুজরাতের উত্তরে সমুদ্রতীরবর্তী অঞ্চলবিশেষ; ৪. নদী হ্রদ প্রভৃতির তীরদেশ; ৫. কাছা, পরিধেয় বস্ত্রের যে শেষ অংশ পিছনে কোমরে গোঁজা হয়। [সং. ক + √ ছো + অ]। কচ্ছটিকা–বি. ১. কাছা, কাছুটি; ২. কৌপীন।

কচুরিপানা

কচুরিপানা [ kacuri-pānā ] বি. অতি দ্রুত বৃদ্ধি পায় এমন জলজ উদ্ভিদবিশেষ, water-hyacinth. [বাং. কচুরি + পানা ২.]।

কচুরি

কচুরি [ kacuri ] বি. লুচি-পুরিজাতীয় গোলাকার ভাজা খাবারবিশেষ; ডালের পুর-দেওয়া ডালডা বা ঘিয়ে-ভাজা পুরিজাতীয় খাবার। [হি. কচৌড়ী]।

কচুপোড়া

কচুপোড়া–বি. অখাদ্য বস্তু; কিছুই নয়।

কচুঘেঁচু

কচুঘেঁচু–বি. আজেবাজে শাকসবজি; অখাদ্য বস্তু।