কঞ্জ

কঞ্জ [ kañja ] বি. ১. চুল; ২. পদ্মফুল (কঞ্জনয়নী, কঞ্জমুখী)। [সং. কম্ + √ জন্ + অ]।

কঞ্চুলিকা

কঞ্চুলিকা, কঞ্চুলী [ kañculikā, kañculī ] বি. কাঁচুলি, স্তনাবরণ। [সং. √ কন্চ্ + উল + ঈ, ক (কন্) + আ]।

কঞ্চুল

কঞ্চুল [ kañcula ] বি. স্ত্রীলোকের অলংকারবিশেষ। [সং. √ কচ্ + উল]।

কঞ্চুকী

কঞ্চুকী [ kañcukī ] (-কিন্) বি. ১. রাজ-অন্তঃপুরে বাসকারী সর্বকার্যকুশল বৃদ্ধ ব্রাহ্মণ; ২. অন্তঃপুরের খোজা বা নপুংসক প্রহরী; ৩. বর্মধারী ব্যক্তি; ৪. সাপ। [সং. কঞ্চুক + ইন্]।

কঞ্চুক

কঞ্চুক [ kañcuka ] বি. ১. বর্ম, কবচ; ২. সাঁজোয়া; ৩. কাঁচুলি; ৪. জামা; ৫. সাপের খোলস। [সং. √ কন্চ্ + উক]।

কঞ্চি

কঞ্চি [ kañci ] বি. বাঁশের সরু ডাল (বাঁশের চেয়ে কঞ্চি দড়)। [তুর. কম্চী]।

কজ্জলী

কজ্জলী, কজ্জ্বলী [ kajjalī, kajjbalī ] বি. পর্পটিকা, রসকজ্জলী, পারদ-গন্ধকঘটিত কালো রঙের ওষুধবিশেষ। [সং. কজ্জল + ঈ]।

কজ্জল

কজ্জল [ kajjala ] বি. ১. কাজল, অঞ্জন; ২. কালি, মসী; ভুসো; ৩. মেঘ। [সং. কু (কুদ্) + জল]।