ক্লীব

ক্লীব [ klība ] বি. ১. পৌরুষহীন ব্যক্তি; ব্যক্তিত্বহীন পুরুষ; ২. নপুংসক। ☐ বিণ. ভীরু, কাপুরুষ; অক্ষম। [সং. √ ক্লীব্ + অ]। বি. ক্লীবতা, ক্লীবত্ব। ক্লীবলিঙ্গ–বি. (ব্যাক.) পুরুষবাচকও নয়, স্ত্রীবাচকও নয় এমন লিঙ্গ, স্ত্রী-পুরুষভিন্ন লিঙ্গ, neuter gender.

ক্লীবলিঙ্গ

ক্লীবলিঙ্গ–বি. (ব্যাক.) পুরুষবাচকও নয়, স্ত্রীবাচকও নয় এমন লিঙ্গ, স্ত্রী-পুরুষভিন্ন লিঙ্গ, neuter gender.

ক্লিন্ন

ক্লিন্ন [ klinna ] বিণ. ১. ক্লেদাক্ত, ক্লেদযুক্ত (ক্লিন্ন শরীর, ক্লিন্ন মন); ২. আর্দ্র, ভিজে; ঘামে ভেজা (ক্লিন্ন বস্ত্র)। [সং. √ ক্লিদ্ + ত]। বি. ক্লিন্নতা।

ক্লিষ্ট

ক্লিষ্ট, ক্লিশিত [ kliṣṭa, kliśita ] বিণ. ১. ক্লেশপ্রাপ্ত, কষ্ট পেয়েছে এমন (অনাহারক্লিষ্ট শরীর); ২. ক্লান্ত, অবসন্ন। [সং. √ ক্লিশ্ + ত]।

ক্লিশিত

ক্লিশিত, ক্লিষ্ট [ kliśita, kliṣṭa ] বিণ. ১. ক্লেশপ্রাপ্ত, কষ্ট পেয়েছে এমন (অনাহারক্লিষ্ট শরীর); ২. ক্লান্ত, অবসন্ন। [সং. √ ক্লিশ্ + ত]।

ক্লিশ্যমান

ক্লিশ্যমান [ kliśya-māna ] বিণ. ক্লেষ পাচ্ছে এমন। [সং. √ ক্লিশ্ + য + মান (শানচ্)]।

ক্লিনিক

ক্লিনিক [ klinika ] বি. ডাক্তারখানা, চিকিত্সালয়। [ইং. clinic]।

ক্ল্যাসিকাল

ক্ল্যাসিকাল, ক্লাসিকাল [ klyāsikāla, klāsikāla ] বিণ. (সংগীতাদি সম্বন্ধে) উচ্চাঙ্গ (সে ক্ল্যাসিকাল গানের ভক্ত); (সাহিত্য সম্বন্ধে) উত্কৃষ্ট ও উচ্চমার্গের বলে যুগে যুগে স্বীকৃত; ধ্রুপদী। [ইং. classical]।