ক্ষার
ক্ষার [ kṣāra ] বি. সাজিমাটি যবক্ষার সোরা ক্ষারীয়লবণ সোডা চুন প্রভৃতি; লকালি, alkali [সং. √ ক্ষর্ + অ]। ক্ষারজল–বি. ক্ষারমিশ্রিত জল, লোনা জল। ক্ষারধাতু–বি. যার অম্লজানজারিত অবস্হা ক্ষার, alkali metal. ক্ষারমিতি–বি. যে বিদ্যার বলে ক্ষারের পরিমাণ হিসাব করা যায়, alkalimetry. ক্ষারমৃত্তিকা–বি. সাজিমাটি, লোনাজমি, alkaline earth.
ক্ষাত্রশক্তি
ক্ষাত্রশক্তি, ক্ষাত্রবল–বি. ক্ষত্রিয়োচিত যুদ্ধ করার ক্ষমতা; ক্ষত্রিয়ের সামর্থ্য বা ক্ষমতা।