ক্ষ

ক্ষারমিতি

ক্ষারমিতি–বি. যে বিদ্যার বলে ক্ষারের পরিমাণ হিসাব করা যায়, alkalimetry.
ক্ষ

ক্ষার

ক্ষার [ kṣāra ] বি. সাজিমাটি যবক্ষার সোরা ক্ষারীয়লবণ সোডা চুন প্রভৃতি; লকালি, alkali  [সং. √ ক্ষর্ + অ]। ক্ষারজল–বি. ক্ষারমিশ্রিত জল, লোনা জল। ক্ষারধাতু–বি. যার অম্লজানজারিত অবস্হা ক্ষার, alkali metal. ক্ষারমিতি–বি. যে বিদ্যার বলে ক্ষারের পরিমাণ হিসাব করা যায়, alkalimetry. ক্ষারমৃত্তিকা–বি. সাজিমাটি, লোনাজমি, alkaline earth.
ক্ষ

ক্ষাম

ক্ষাম [ kṣāma ] বিণ. ক্ষীণতাপ্রাপ্ত, ক্ষয় হয়েছে এমন; কৃশ; দুর্বল। [সং. √ ক্ষৈ + ত]।
ক্ষ

ক্ষান্তি

ক্ষান্তি–বি. সহিষ্ণুতা, সহ্যগুণ; নিবৃত্তি; বিরতি (বৃষ্টির ক্ষান্তি নেই)।
ক্ষ

ক্ষান্ত দেওয়া

ক্ষান্ত দেওয়া–ক্রি. বি. নিবৃত্ত হওয়া (‘ক্ষান্ত দে মা, শান্ত হ মা’: রবীন্দ্র)।
ক্ষ

ক্ষান্ত

ক্ষান্ত [ kṣānta ] বিণ. ১. নিরস্ত, নিবৃত্ত; বিরত (ক্ষান্ত হও, এই যুদ্ধ বন্ধ করো); ২. সহিষ্ণু, ক্ষমাশীল। [সং. √ ক্ষম্ + ত]। ক্ষান্ত দেওয়া–ক্রি. বি. নিবৃত্ত হওয়া (‘ক্ষান্ত দে মা, শান্ত হ মা’: রবীন্দ্র)। ক্ষান্তি–বি. সহিষ্ণুতা, সহ্যগুণ; নিবৃত্তি; বিরতি (বৃষ্টির ক্ষান্তি নেই)।
ক্ষ

ক্ষাত্রশক্তি

ক্ষাত্রশক্তি, ক্ষাত্রবল–বি. ক্ষত্রিয়োচিত যুদ্ধ করার ক্ষমতা; ক্ষত্রিয়ের সামর্থ্য বা ক্ষমতা।
ক্ষ

ক্ষাত্রবল

ক্ষাত্রবল, ক্ষাত্রশক্তি–বি. ক্ষত্রিয়োচিত যুদ্ধ করার ক্ষমতা; ক্ষত্রিয়ের সামর্থ্য বা ক্ষমতা।