ক্ষ

ক্ষেম

ক্ষেম [kṣēma] বি. 1 শুভ, মঙ্গল, কল্যাণ (‘মহাশক্তি মহাক্ষেম’: রবীন্দ্র); 2 লব্ধবস্তু সংরক্ষণ (যোগক্ষেম)। [সং. √ ক্ষি + ম]। ক্ষেমংকর, ক্ষেমঙ্কর বিণ. মঙ্গলদায়ক, শুভকর। স্ত্রী. ক্ষেমংকরী, ক্ষেমঙ্করী। ক্ষেমদর্শী(-র্শিন্) বিণ. কল্যাণদর্শী, শুভদর্শী, যে নিজের মঙ্গলের দিকে নজর দেয়। ক্ষেমবান (-বত্) মঙ্গলযুক্ত; কুশলী।
ক্ষ

ক্ষ্মা

ক্ষ্মা [ kṣmā ] বি. পৃথিবী। [সং. √ ক্ষম্ + অ + আ, যে সমস্ত ভার সহ্য বা বহন করে, এই অর্থে]। ক্ষ্মাধর–বি. পৃথিবীপতি, রাজা। ক্ষ্মাভৃত্–বি. ১. রাজা; ২. পর্বত।
ক্ষ

ক্ষৌর

ক্ষৌর [ kṣaura ] বি. ক্ষুরকর্ম, খেউরি, দাড়ি গোঁফ প্রভৃতি কামানো। ☐ বিণ. ক্ষুরসম্বন্ধীয়। [সং. ক্ষুর + অ]। ক্ষৌরিক–বি. নাপিত। ক্ষৌরী, ক্ষৌরি–বি. ক্ষুরকর্ম, খেউরি।
ক্ষ

ক্ষৌদ্র

ক্ষৌদ্র [ kṣaudra ] বিণ. ১. ক্ষুদ্র বা ক্ষুদ্রাসম্বন্ধীয়; ২. মৌমাছিজাত। ☐ বি. মধু। [সং. ক্ষুদ্র + অ, ক্ষুদ্রা + অ]। ক্ষৌদ্রজ–বি. মোম।