ওজন [ ōjana ] বি. ১. তৌল ভার, ভরের পরিমাণ বা পরিমাপ (এক কেজি ওজন); ২. গুরুত্ব, ক্ষমতা, মর্যাদা (নিজের ওজন বুঝে চলা)। [আ. ওজ্ন্]। ওজনদর–বি. তৌল হিসাবে নির্ধারিত দাম, অর্থাত্ সংখ্যা হিসাবে নয় (ওজনদরে আম কিনেছি)। ওজনদার–বিণ. ১. ভারী; ২. গুরুত্ব বা প্রতিপত্তি আছে এমন।