এঁঠো

এঁঠো–এঁটো-র বানানভেদ।

এঁটো

এঁটো, এঁঠো [ ēn̐ţō, ēn̐ţhō ] বিণ. উচ্ছিষ্ট, ভুক্তাবশিষ্ট; রান্না-করা সামগ্রীর বা উচ্ছিষ্ট দ্রব্যের ছোঁয়া লেগেছে এমন (এঁটো থালা, এঁটো হাত)। বি. উচ্ছিষ্ট খাবার; ভুক্তাবশিষ্ট দ্রব্যাদি (এঁটো কুড়ানো, এঁটো পরিষ্কার করা)। [সং. উচ্ছিষ্ট]। এঁঠোখেকো–বিণ. (আল.) অতি হীন ও পরমুখাপেক্ষী; অন্যের পরিত্যক্ত খাবার খেয়ে বেঁচে থাকে এমন। এঁটো পাত কখনো স্বর্গে যায় না–পরান্নভোজী বা পরমুখাপেক্ষী লোক কখনো বড় হতে পারে না।

এঁঠোখেকো

এঁঠোখেকো–বিণ. (আল.) অতি হীন ও পরমুখাপেক্ষী; অন্যের পরিত্যক্ত খাবার খেয়ে বেঁচে থাকে এমন।

এঁড়ে

এঁড়ে [ ēn̐ḍē ] বি. বলদ, ষাঁড়, বৃষ। বিণ. ১. পুরুষজাতীয় (এঁড়ে বাছুর); ২. ষাঁড়ের মতো তীব্রগম্ভীর ধ্বনিবিশিষ্ট (এঁড়ে গলা); ৩. ক্রুদ্ধ ষাঁড়ের মতো দুর্দমনীয় বা একরোখা (এঁড়ে লোক)। [সং. অণ্ড + বাং. ইয়া > এ]। এঁড়েতর্ক–বি. একগুঁয়ে লোকের যুক্তিহীন তর্ক। এঁড়ে লাগা–ক্রি. বি. (শিশুদের) মাতৃস্তন্যের অভাবে অজীর্ণ রোগে আক্রান্ত হওয়া।

এঁড়েতর্ক

এঁড়েতর্ক–বি. একগুঁয়ে লোকের যুক্তিহীন তর্ক।

এঁদো

এঁদো, এঁধো [ ēn̐dō, ēn̐dhō ] বিণ. ১. অন্ধকারময়, আলো ঢোকে না এমন (এঁদো গলি, এঁদো বাড়ি); ২. সংকীর্ণ নোংরা ও পঙ্কিল (এঁদো পুকুর)। [সং. অন্ধ > অন্ধুয়া > আঁধুয়া]।

এক-এক

এক-এক–বিণ. কোনো কোনো (এক-এক দিন আমিও তার বাড়ি যাই)।

এক

এক [ ēka ] বি. ১. ১. সংখ্যা; ২. এক ব্যক্তি, একজন (দেশোদ্ধার একের কাজ নয়)। বিণ. ১. ১. সংখ্যক; ২. একটি (এক মাস); ৩. অনির্দিষ্ট কোনো (একসময় সেখানে যাব); ৪. পূর্ণ, ভর্তি (এক গাল ভাত, এক মুখ দাড়ি, এক বাড়ি লোক); ৫. অভিন্ন (এক মায়ের সন্তান, এক বয়সী, এক দেশে বাস); ৬. মিলিত, একত্র (‘বাঙালীর ঘরে যত ভাইবোন এক হউক’: রবীন্দ্র); ৭. যুক্ত, জোড়করা (দুই হাত এক করো); ৮. মিশ্রিত (চালে-ডালে এক হয়ে গেছে); ৯. অদ্বীতীয় ও অনন্য (ঈশ্বর এক ও অভিন্ন); ১০. অন্যতম (রবীন্দ্রনাথ বিশ্বের এক শ্রেষ্ঠ কবি)। [সং. √ ই + ক; প্রাকৃ. এক্ক]। এক আঁচড়ে বোঝা–ক্রি....