এইটুকু

এইটুকু–বি. বিণ. এই সামান্য ব্যাপার বা বস্তু (এইটুকু কাজ. এইটুকু দরকার, এইটুকু ভাত)।

এই

এই [ ēi ] বিণ. সামনের, সম্মুখবর্তী, নিকটস্হ, আলোচ্য (এই লোকটি, এই গাছটি, এই ঘটনা, এই বিষয়। অব্য. ওরে, ওহে (এই ছেলেটা; তুই ওখানে কী করছিস ?); বিরক্তি ভয় বা বিস্ময়প্রকাশক (এই রে, এই সেরেছে); এখনই, এইমাত্র (এই এলাম)। সর্ব. ইহা (আমি এই চাই)। [বাং. এ (সং. এতদ্) + ই (নিশ্চয়ার্থে)]। এইজন্য–অব্য. এই কারণে। এইটুকু–বি. বিণ. এই সামান্য ব্যাপার বা বস্তু (এইটুকু কাজ. এইটুকু দরকার, এইটুকু ভাত)।

এইসা

এইসা [ ēisā ] অব্য. বিণ. এমন, এইরূপ (চোরটা এইসা মার খেয়েছে)। [হি. ঐসা]।

এইরে

এইরে [ ēirē ] অব্য. বিরক্তি ভয় বিস্ময়াদিসূচক শব্দ (এইরে, লোকটা যে এদিকেই আসছে)।

এও

এও [ ēō ] এয়ো-র বানানভেদ।

এয়জ

এয়জ–এওজ-এর অনুরূপ।

এওজ

এওজ, এয়জ, এয়োজ [ ēōja, ēỷaja, ēỷōja ] বি. বদল, বিনিময়; পরিবর্ত (তার সঙ্গে আমি ডিউটি এয়জ করেছি)। [আ. এওয়জ]। এওজতরাজ, এওজদরাজ, এয়জতরাজ, এয়জদরা, এয়জতরাজ, এয়জদরাজ–বি. পরম্পর বদল বা বিনিময়। এওজি, এউজি, এয়োজি–বিণ. বিনিময়ে প্রাপ্ত (এওজি জমি)। এওজে–ক্রি-বিণ. বিনিময়ে, বদলে।

এওজতরাজ

এওজতরাজ, এওজদরাজ, এয়জতরাজ, এয়জদরা, এয়জতরাজ, এয়জদরাজ–বি. পরম্পর বদল বা বিনিময়।