ঊর্ধ্বগ

ঊর্ধ্বগ, ঊর্ধ্বগামী (-মিন্)–বিণ. উপরদিকে যাচ্ছে এমন; ক্রমশ উপরে উঠছে বা উঁচু হচ্ছে এমন।

ঊর্ধ্ব

ঊর্ধ্ব [ ūrdhba ] বি. ১. উপরের দিক, উপরিভাগ (ঊর্ধ্বে দৃষ্টি স্হাপন করা); ২. উচ্চতা (ঊর্ধ্বে পাঁচ হাত); ৩. বেশি (শতবত্সরের ঊর্ধ্বে)। বিণ. ১. উঁচু, উন্নত (ঊর্ধ্ব কণ্ঠ); ২. উপরে অবস্হিত (ঊর্ধ্বগগন)। [সং. উদ্ + √ হা + অ]। ঊর্ধ্বগ, ঊর্ধ্বগামী (-মিন্)–বিণ. উপরদিকে যাচ্ছে এমন; ক্রমশ উপরে উঠছে বা উঁচু হচ্ছে এমন। ঊর্ধ্বগগন–বি. উঁচু আকাশ, উপরের আকাশ (‘ঊর্ধ্বগগনে বাজে মাদল’: কাজি)। ঊর্ধ্বগতি–বি. উপরের দিকে যাওয়া, উপরে ওঠবার প্রবণতা। বিণ. উপরে উঠছে এমন (ঊর্ধ্বগতি দ্রব্যমূল্য)। ঊর্ধ্বচারী (-রিন্)–বিণ. ১. শূন্যে বিচরণকারী; ২. উচ্চাকাঙ্ক্ষী। ঊর্ধ্বতন–বিণ. ১. উপরে অবস্হিত, উপরিস্হ; ২. উচ্চতর অবস্হানে রয়েছে এমন (ঊর্ধ্বতন অফিসার)। ঊর্ধ্বদৃষ্টি, ঊর্ধ্বনেত্র–বিণ. চোখ উলটিয়ে রয়েছে এমন, শিবচক্ষুবিশিষ্ট।...

ঊর্ণাময়

ঊর্ণাময়–বিণ. ভেড়ার লোম বা পশম দিয়ে তৈরি।

ঊর্ণনাভ

ঊর্ণনাভ, উর্ণনাভ [ ūrņa-nābha, urņanābha ] বি. মাকড়সা। [সং. ঊর্ণা, উর্ণা + নাভি]।

ঊর্ণা

ঊর্ণা, উর্ণা [ ūrņā, urņā ] বি. ভেড়া বা ওইজাতীয় পশুর লোম, পশম। [ সং. ঊর্ণু+ অ + আ]। ঊর্ণাময়–বিণ. ভেড়ার লোম বা পশম দিয়ে তৈরি।

ঊর্জস্বল

ঊর্জস্বল, ঊর্জস্বী [ ūrja-sbala, ūrjasbī ] বিণ. তেজস্বী; বলশালী। [সং. ঊর্জস্ + বল, বিন্]।

ঊরুস্তম্ভ

ঊরুস্তম্ভ, উরুস্তম্ভ–বি. ঊরুতে যে দুষ্টব্রণ বা ফোঁড়া উদ্গত হয়ে ঊরুকে অবশ করে দেয়।

ঊরু

ঊরু, উরু [ ūru-uru ] বি. মানুষের কুঁচকি থেকে হাঁটু পর্যন্ত দেহাংশ। [সং. ঊর্ণু + উ]। ঊরুস্তম্ভ, উরুস্তম্ভ–বি. ঊরুতে যে দুষ্টব্রণ বা ফোঁড়া উদ্গত হয়ে ঊরুকে অবশ করে দেয়।