ঊর্ধ্ব

ঊর্ধ্ব [ ūrdhba ] বি.
১. উপরের দিক, উপরিভাগ (ঊর্ধ্বে দৃষ্টি স্হাপন করা);
২. উচ্চতা (ঊর্ধ্বে পাঁচ হাত);
৩. বেশি (শতবত্সরের ঊর্ধ্বে)।

বিণ.
১. উঁচু, উন্নত (ঊর্ধ্ব কণ্ঠ);
২. উপরে অবস্হিত (ঊর্ধ্বগগন)।

[সং. উদ্ + √ হা + অ]।

ঊর্ধ্বগ, ঊর্ধ্বগামী (-মিন্)–বিণ. উপরদিকে যাচ্ছে এমন; ক্রমশ উপরে উঠছে বা উঁচু হচ্ছে এমন।

ঊর্ধ্বগগন–বি. উঁচু আকাশ, উপরের আকাশ (‘ঊর্ধ্বগগনে বাজে মাদল’: কাজি)।

ঊর্ধ্বগতি–বি. উপরের দিকে যাওয়া, উপরে ওঠবার প্রবণতা।

বিণ. উপরে উঠছে এমন (ঊর্ধ্বগতি দ্রব্যমূল্য)।

ঊর্ধ্বচারী (-রিন্)–বিণ. ১. শূন্যে বিচরণকারী; ২. উচ্চাকাঙ্ক্ষী।

ঊর্ধ্বতন–বিণ.
১. উপরে অবস্হিত, উপরিস্হ;
২. উচ্চতর অবস্হানে রয়েছে এমন (ঊর্ধ্বতন অফিসার)।

ঊর্ধ্বদৃষ্টি, ঊর্ধ্বনেত্র–বিণ. চোখ উলটিয়ে রয়েছে এমন, শিবচক্ষুবিশিষ্ট।

বি.
১. উপরের দিকে নিবদ্ধ দৃষ্টি, উদাস দৃষ্টি;
২. যোগদৃষ্টি, ভ্রূদ্বয়ের মধ্যে নিবদ্ধ দৃষ্টি।

ঊর্ধ্বদেহ–বি.
১. মৃত্যুর পরে প্রাপ্ত শরীর;
২. সূক্ষ্ম দেহ।

ঊর্ধ্বপাতন–বি. চোলাই।

ঊর্ধ্ববাহু–বিণ. হাত উপরে তুলে রয়েছে এমন।

ঊর্ধ্বরেতা (-তস্)–বি.
১. শুক্র বা বীর্য ক্ষয় করেনি এবং যার শুক্র ঊর্ধ্বগামী এমন পুরুষ;
২. শিব।

ঊর্ধ্বলোক–বি. স্বর্গ।

ঊর্ধ্বশায়ী (-য়িন্) বিণ. চিত হয়ে শুয়ে আছে এমন।

ঊর্ধ্বশ্বাস–বি. দ্রুত হাঁটাচলা বা শারীরিক পরিশ্রম করার ফলে ঘন ঘন শ্বাস।

ঊর্ধ্বস্হ–বিণ. উপরে আছে এমন।

ঊর্ধ্বাংশ–বি. উপরের অংশ।

ঊর্ধ্বাকাশ–বি. মাথার উপরের আকাশ।

ঊর্ধ্বাঙ্গ–বি. শরীরের উপরদিক।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।