ঊর্মি

ঊর্মি [ ūrmi ] বি. ঢেউ, তরঙ্গ। [সং. √ ঋ + মি]। ঊর্মিভঙ্গ–বি. সমুদ্রের যে ঢেউ তীরে বা পাহাড়ের গায়ে এসে আছড়ে পড়ে। ঊর্মিমালা–বি. পর পর অনেক ঢেউ। ঊর্মিমালী (-লিন্)–বি. সমুদ্র। ঊর্মিলা–বিণ. ঢেউ খেলানো; তরঙ্গপূর্ণ (ঊর্মিল সমুদ্র)। বি. লক্ষ্মণের পত্নী।

ঊর্বস্হি

ঊর্বস্হি [ ūrbashi ] বি. ১. স্হূল বা মোটা হাড়; ২. ঊরুর হাড়। [সং. ঊরু + অস্হি]।

ঊর্ধ্বশ্বাস

ঊর্ধ্বশ্বাস–বি. দ্রুত হাঁটাচলা বা শারীরিক পরিশ্রম করার ফলে ঘন ঘন শ্বাস।

ঊর্ধ্বশায়ী

ঊর্ধ্বশায়ী, ঊর্ধ্বশায়িন্–বিণ. চিত হয়ে শুয়ে আছে এমন।