ঊর্মি

ঊর্মি [ ūrmi ] বি. ঢেউ, তরঙ্গ।

[সং. √ ঋ + মি]।

ঊর্মিভঙ্গ–বি. সমুদ্রের যে ঢেউ তীরে বা পাহাড়ের গায়ে এসে আছড়ে পড়ে।

ঊর্মিমালা–বি. পর পর অনেক ঢেউ।

ঊর্মিমালী (-লিন্)–বি. সমুদ্র।

ঊর্মিলা–বিণ. ঢেউ খেলানো; তরঙ্গপূর্ণ (ঊর্মিল সমুদ্র)।

বি. লক্ষ্মণের পত্নী।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।