উঘারা

উঘারা [ ughārā ] ক্রি. উদঘাটন বা প্রকাশ করা (‘আবেশে আপন ভাব কহয়ে উঘারি: চৈ. চ)। [< সং. উদঘাটন]।

উগ্রা

উগ্রা–বিণ. স্ত্রী. অতি কোপনস্বভাবা ও কলহপরায়ণা। বি. ১. প্রখরা নারী; ২. যোগিনীবিশেষ।

উগ্রমূর্তি

উগ্রমূর্তি–বিণ. অতি ক্রুদ্ধ বা ভয়ংকর মূর্তিবিশিষ্ট।

উগ্রপ্রকৃতি

উগ্রপ্রকৃতি, উগ্রস্বভাব–বিণ. ক্রোধী, ক্রোধপরায়ণ; চড়া মেজাজযুক্ত।

উগ্রপন্হী

উগ্রপন্হী–বিণ. দলীয় বা গোষ্ঠী স্বার্থে হিংসাত্মক বা নাশকতামূলক ক্রিয়াকলাপের সমর্থক। বি. উগ্রপন্হা।

উগ্রজাতীয়তাবাদ

উগ্রজাতীয়তাবাদ–বি. নিজের দেশ ও জাতিই শ্রেষ্ঠ এবং অন্যের উপর তার কর্তৃত্ব স্হাপন করা উচিত এই অসহিষ্ণু ও যুক্তিহীন মতবাদ।

উগ্রচণ্ডা

উগ্রচণ্ডা–বিণ. অত্যন্ত কোপনস্বভাব; অত্যন্ত ক্রোধী; প্রচণ্ড চড়া মেজাজবিশিষ্ট।