উ উলটা উলটা, উলটানো–ক্রি-বি. ১. উলটো করা বা হওয়া, উপুড় হওয়া বা উপুড় করা; ২. প্রত্যাহার করা (কথা উলটানো)।
উ উলঙ্গ উলঙ্গ [ ulańga ] বিণ. ১. বিবস্ত্র, নগ্ন, দেহ সম্পূর্ণ অনাবৃত এমন (উলঙ্গ শিশু); ২. উন্মুক্ত (উলঙ্গ অসি); ৩. অকপট (‘শিশুসম উলঙ্গ পরাণ’: মা. ব.)। [সং. উন্নগ্ন]। স্ত্রী. উলঙ্গা, উলঙ্গী, উলঙ্গিনী।
উ উলকি উলকি, উল্কি [ ulaki, ulki ] বি. চামড়ায় ছুঁচ ফুটিয়ে বিশেষ প্রক্রিয়ায় আঁকা চিত্র: (আল.) চিত্র (‘দুধারে দেয়ালের উলকিগুলি হাতছানি দেয়’: শ. ঘো.)। [দেশি]।
উ উর্ষ উর্ষ, উর্স [ urşa, ursa ] ক্রি. (বর্ত. অপ্র.) ছিদ্র দিয়ে জল পড়া; চালের ছিদ্র দিয়ে জল পড়া (‘ভাঙ্গা তুম্ব দিয়া জল উর্সিয়া পলায়’)। [সং. বর্ষণ]।