ঈর্ষা

ঈর্ষা, ঈর্ষ্যা [ īrşā, īrşyā ] বি. পরশ্রীকাতরতা, দ্বেষ; হিংসা (বাং. অর্থে)। [সং. ঈর্ষ্য + অ + আ]। [ঈর্ষ্যা শুদ্ধ, ঈর্ষা অধিকতর চলিত রূপ।] ঈর্ষণীয় [ īrşaņīỷa ]  বিণ. হিংসনীয়, ঈর্ষার যোগ্য। ঈর্ষাম্বিত, ঈর্ষালু, ঈর্ষী–বিণ. দ্বেষযুক্ত, পরশ্রীকাতর।

ঈর্ষ্যা

ঈর্ষ্যা–ঈর্ষা-র শুদ্ধ এবং অধিকতর চলিত রূপ।

ঈপ্সু

ঈপ্সু–বিণ. ইচ্ছুক, পেতে চায় এমন।

ঈপ্সিত

ঈপ্সিত–বিণ. চাওয়া হয়েছে এমন, কাঙ্ক্ষিত (ঈপ্সিত বস্তু লাভ করা)।

ঈপ্সনীয়

ঈপ্সনীয় [ īspanīỷa ] বিণ. চাওয়ার যোগ্য, বাঞ্ছনীয়, কামনার যোগ্য।

ঈপ্সা

ঈপ্সা [ īpsā ] বি.  ১. পাবার বা লাভ করার ইচ্ছা, বাঞ্ছা;  ২. লোভ। [সং. √ আপ্ + সন্ + অ + আ]। ঈপ্সনীয় [ īspanīỷa ] বিণ. চাওয়ার যোগ্য, বাঞ্ছনীয়, কামনার যোগ্য। ঈপ্সিত–বিণ. চাওয়া হয়েছে এমন, কাঙ্ক্ষিত (ঈপ্সিত বস্তু লাভ করা)। ঈপ্সু–বিণ. ইচ্ছুক, পেতে চায় এমন।

ঈদৃশী

ঈদৃশী–ঈদৃশ-এর স্ত্রীলিঙ্গ।

ঈদৃশ

ঈদৃশ–ঈদৃক-এর অনুরূপ।

ঈদৃক

ঈদৃক (ঈদৃক্), ঈদৃশ [ īdŗka (īdŗk), īdŗśa ] বিণ. এইরকম, এর মতো, এর অনুরূপ (ঈদৃশ কথা কখনো শুনি নাই)। [সং. ইদম্ + √ দৃশ্ + ক্বিপ্, অ]। স্ত্রী. ঈদৃশী।

ইক্ষমাণ

ইক্ষমাণ [ ikşamāņa ] বিণ. দৃষ্ট হচ্ছে এমন, পরিদৃশ্যমান। [সং. √ ঈক্ষ্ + শানচ্]।