ঈষিকা

ঈষিকা, ঈষীকা [ īşikā, īşīkā ] বি. ১. হাতির চোখের গোলক; ২. তুলি, তুলিকা;  ৩. কাশতৃণ। [সং. √ ঈষ্ + ইক, ঈক + আ]।

ঈহা

ঈহা [ īhā ] বি.  ১. ইচ্ছা;  ২. চেষ্টা (অনীহা)। [সং. √ ঈহ্ + অ + আ]। ঈহিত–বিণ.  ১. ঈপ্সিত, বাঞ্ছিত; ২. চেষ্টিত।

ঈহিত

ঈহিত–বিণ.  ১. ঈপ্সিত, বাঞ্ছিত; ২. চেষ্টিত।