ঈশিতা

ঈশিতা, ঈশিত্ব [ īśitā, īśitba ] বি.  ১. ঈশ্বরত্ব;  ২. ঈশ্বরের মহিমা;  ৩. ঐশ্চর্যবিশেষ;  ৪. প্রভুত্ব বা প্রভুত্ব করার ক্ষমতা। [সং. √ ঈশ্ + ইন্ + তা, ত্ব]।

ঈশানী

ঈশানী–বি. স্ত্রী. মহেশ্বরী, দুর্গাদেবী।

ঈশান

ঈশান [ īśāna ] বি. ১. শিব, মহাদেব; ২. উত্তর-পূর্ব কোণ(‘ঈশানের পুঞ্জমেঘ অন্ধবেগে ধেয়ে চলে আসে’: রবীন্দ্র)। [সং. √ ঈশ্ + আন]। ঈশানী–বি. স্ত্রী. মহেশ্বরী, দুর্গাদেবী।

ঈশা

ঈশা–ঈশ-এর স্ত্রীলিঙ্গ।

ঈশ

ঈশ [ īśa ] বি. ১. ঈশ্বর; ২. দেবতা (মহেশ);  ৩. প্রভু, স্বামী (প্রাণেশ);  ৪. রাজা, অধিপতি (নরেশ, দেবেশ)। [সং. √ ঈশ্ + অ]। স্ত্রী. ঈশা।

ঈর্ষী

ঈর্ষী–ঈর্ষাম্বিত-র অনুরূপ।

ঈর্ষাম্বিত

ঈর্ষাম্বিত, ঈর্ষালু, ঈর্ষী–বিণ. দ্বেষযুক্ত, পরশ্রীকাতর।

ঈর্ষণীয়

ঈর্ষণীয় [ īrşaņīỷa ]  বিণ. হিংসনীয়, ঈর্ষার যোগ্য।