হর্ম্য

হর্ম্য [ harmya ] বি. মনোহর অট্টালিকা, ধনীদের বাসভবন, সৌধ, প্রাসাদ। [সং. √ হৃ + য (ম্-আগম)]।

হরেদরে

হরেদরে [ harē-darē ] ক্রি-বিণ. ১ মোটামুটি; ২ গড়পড়তা হরেদরে লাভ-লোকসান সমান)। [ফা. হর্ + দর্]।

হলা

হলা [ halā ] ওলো, নারী কর্তৃক নারীকে সম্বোধনাত্মক (‘হলা প্রিয়ংবদে’)। [তু. ওলো]।

হলপ

হলফ, হলপ [ halapha, halapa ] বি. সত্য বলবার জন্য শপথ বা ঈশ্বরের নামে দিব্যি (হলফ করে বলা)। [আ.]।

হলফ

হলফ, হলপ [ halapha, halapa ] বি. সত্য বলবার জন্য শপথ বা ঈশ্বরের নামে দিব্যি (হলফ করে বলা)। [আ.]।

হলদি

হলদি [ haladi ] বি. (আঞ্চ.) হলুদ। [প্রাকৃ. হলিদ্দা < সং. হরিদ্রা]।

হরেক

হরেক [ harēka ] বিণ. ১ নানাপ্রকার, বিবিধ (হরেক খাবার); ২ এক এক; বিভিন্ন (হরেক জনের হরেক কথা)। [ফা. হর্ + বাং. এক]।

হরীতকী

হরীতকী [ harī-takī ] বি. ১ (কবিরাজি ওষুধে ও মুখশুদ্ধির কাজে ব্যবহৃত) হলুদ রঙের কষায় ফলবিশেষ; ২ তার গাছ। [সং. হরি (পীতবর্ণ) + ইত (প্রাপ্ত) + ক + ঈ]।

হরিশ্চন্দ্র

হরিশ্চন্দ্র [ hariścandra ] বি. সূর্যবংশীয় রাজা যিনি বিশ্বামিত্র মুনিকে সর্বস্ব দান করেছিলেন। [সং. হরি + চন্দ্র]।

হরিয়াল

হরিয়াল [ hari-ẏāla ] বি. ঘুঘুজাতীয় হলদে বা সবুজ রঙের পাখিবিশেষ। [সং. হরিতাল]।