হাইফেন

হাইফেন [ hāi-phēna ] বি. (‘-‘)-সমাসসূচক এই যতিচিহ্ন (হ-য ব-র-ল, সিন্ধু-তরঙ্গ)। [ইং. hyphen]।

হাইড্রোজেন

হাইড্রোজেন [ hāi-ḍrōjēna ] বি. মৌলিক গ্যাসবিশেষ, জলের অন্যতম উপাদান, জলজান, উদজান। [ইং. hydrogen]।

হাইকমাণ্ড

হাইকমাণ্ড [ hāi-kamāṇḍa ] বি. (প্রধানত) রাজনৈতিক দল বা সংগঠনের সর্বোচ্চ সংস্হা। [ইং. high command]।

হাইকোর্ট

হাইকোর্ট [ hāi-kōrṭa ] বি. প্রদেশের উচ্চতম বিচারালয়। [ইং. high court]।

হাইআমলা

হাইআমলা [ hāi-āmalā ] বি. বরকে কন্যার বশীভূত রাখবার জন্য প্রদত্ত আমলকী ও অন্যান্য বস্তুর মিশ্রিত পিণ্ড। [দেশি]।

হাই

হাই [ hāi ] বি. আলস্যজনিত, বা নিদ্রাবেশজনিত মুখব্যাদান, জৃম্ভণ (হাই তোলা)। [< সং. হাফিকা]।

হস্তা

হস্তা [ hastā ] বি. (জ্যোতিষ.) এয়োদশ নক্ষত্র। [সং. হস্ত + আ]।

হস্তবুদ

হস্তবুদ [ hasta-buda ] বি. ১ বর্তমান ও অতীত হিসাব, জমাবন্দি; ২ জমিদারির মোট আয়। [ফা. হস্ত-ও-বুদ্]।

হাই স্কুল

হাই স্কুল [ hāi skula ] বি. উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। [ইং. high school]।

হসন্তী

হসন্তিকা, হসন্তী [ hasantikā, hasantī ] বি. ১ আগুনের পাত্র; ধুনুচি; ২ মল্লিকা ফুল। [সং. √ হস্ + অত্ + ক + আ, অত্ + ঈ]।