হাঁকাহাঁকি

হাঁকাহাঁকি [ hān̐kā-hān̐ki ] বি. ১ চেঁচিয়ে ডাকাডাকি (এত রাতে হাঁকাহাঁকি); ২ বচসা। [হাঁক দ্র]।

হাঁচি

হাঁচি [ hān̐ci ] বি. নাসারন্ধ্রের সুড়সুড়ি বা উত্তেজনাহেতু তার মধ্য দিয়ে সবেগে বায়ুর নির্গমন, ক্ষুত্। [< সং. হঞ্ছি, হঞ্ছিকা]।

হাঁচা

হাঁচা [ hān̐cā ] ক্রি. হাঁচি দেওয়া। ☐ বি. উক্ত অর্থে। [হাঁচি দ্র]।

হাউস সার্জন

হাউস সার্জন [ hāusa sārjana ] বি. হাসপাতালে নির্দিষ্ট সময়ের জন্য নিযুক্ত চিকিত্সক। [ইং. house surgeon]।

হাওদা

হাওদা [ hāōdā ] বি. হাতির পিঠে আরোহীদের বসবার আসন। [আ.]।

হাওড়

হাওড় [ hāōḍ় ] বি. জলময় বিস্তীর্ণ প্রান্তর, বিল। [দেশি]।

হাউস

হাউস [ hāusa ] (আঞ্চ.) বি. শখ, ইচ্ছা, আশা। [আ. হবশ্]।

হাইবেঞ্চ

হাইবেঞ্চ [ hāi-bēñca ] বি. বসবার বেঞ্চের সামনের লম্বা ও টেবিলের মতো উঁচু কাষ্ঠাসনবিশেষ। [ইং. high bench]।

হাইজ্যাক

হাইজ্যাক [ hāi-jyāka ] বি. ১ বাস বা ট্রাক ছিনতাই; ২ বন্দুকাদির ভয় দেখিয়ে বিমানের চালককে অন্য পথে বিমান চালাতে বাধ্য করে বিমান ছিনতাই। [ইং. hijack]।

হাউই

হাউই [ hāui ] বি. হুশ শব্দে আকাশে ওঠে এমন আতশবাজিবিশেষ। [ফা. হবাঈ]।