হাঁড়িচাচা
হাঁড়িচাচা [ hān̐ḍ়i-cācā ] বি. লম্বা লেজওয়ালা সাদা-কালো-বাদামি রঙের পাখিবিশেষ, tree pie (হাঁড়ি চাঁছার মতো কর্কশ আওয়াজ করে বলে এই নাম)। [দেশি]।
হাঁকাহাঁকি
হাঁকাহাঁকি [ hān̐kā-hān̐ki ] বি. ১ চেঁচিয়ে ডাকাডাকি (এত রাতে হাঁকাহাঁকি); ২ বচসা। [হাঁক দ্র]।