হাঁড়িয়া

হাঁড়িয়া [ hān̐ḍ়iẏā ] বি. চাল-চোয়ানো মদ, পচাই। [সাঁও.]।

হাঁড়িচাচা

হাঁড়িচাচা [ hān̐ḍ়i-cācā ] বি. লম্বা লেজওয়ালা সাদা-কালো-বাদামি রঙের পাখিবিশেষ, tree pie (হাঁড়ি চাঁছার মতো কর্কশ আওয়াজ করে বলে এই নাম)। [দেশি]।

হাঁড়া

হাঁড়া [ hān̐ḍ়ā ] বি. হাঁড়ির চেয়ে বড়ো পাত্রবিশেষ, সাধারণত মাটির তৈরি। [সং. √ হণ্ডা]।

হাঁসিয়া

হাঁসিয়া, হাঁসুয়া [ hām̐siẏā, hām̐suẏā ] বি. কাস্তের মতো অর্ধচন্দ্রাকৃতি অস্ত্রবিশেষ। [দেশি]।

হাঁসুলি

হাঁসলি, হাঁসুলি [ hām̐sali, hām̐suli ] বি. অর্ধচন্দ্রাকৃতি কণ্ঠাভরণবিশেষ। [বাং. হাঁস + লি, উলি (সদৃশার্থে)]।

হাঁসলি

হাঁসলি, হাঁসুলি [ hām̐sali, hām̐suli ] বি. অর্ধচন্দ্রাকৃতি কণ্ঠাভরণবিশেষ। [বাং. হাঁস + লি, উলি (সদৃশার্থে)]।

হাঁসফাঁস

হাঁসফাঁস [ hām̐sa-phām̐sa ] বি. অতি কষ্টে নিশ্বাস-প্রশ্বাস ত্যাগ ও গ্রহণ। [ধ্বন্যা.]।

হাঁসকল

হাঁসকল [ hām̐sa-kala ] বি. কপাট ঝুলাবার জন্য হাঁসের মতো লোহার কল। [দেশি]।

হাঁকাহাঁকি

হাঁকাহাঁকি [ hān̐kā-hān̐ki ] বি. ১ চেঁচিয়ে ডাকাডাকি (এত রাতে হাঁকাহাঁকি); ২ বচসা। [হাঁক দ্র]।

হাঁকপাঁক

হাঁকপাঁক [ hān̐ka-pān̐ka ] বি. অতিরিক্ত ব্যস্ততা বা আগ্রহ প্রকাশ (হাঁকপাঁক করা)। [হাঁক দ্র]।