হাড্ডি

হাড্ডি [ hāḍḍi ] বি. (কথ্য) হাড়। [সং. হড্ড]। হাড্ডিসার বিণ. কঙ্কালসার, অতিশয় শীর্ণ।

হাডুডু

হাডুডু [ hāḍuḍu ] বি. কপাটি খেলা। [দেশি]।

হাজত

হাজত [ hājata ] বি. বিচারাধীন আসামিদের জন্য কারাগার (চোরটা হাজতে আছে)। [আ. হাজত্]। হাজতবাস বি. হাজতে বন্দি থাকা।

হাঙর

হাঙর [ hāṅara ] বি. মাছজাতীয় বৃহদাকার হিংস্র সামুদ্রিক প্রাণী। [সং. হাং (ধ্বন্যা.) + গর (গ্রাস করা)]।

হাঘরে

হাঘরে বিণ নিদারুণ দৈন্যের জন্য যার ঘরে হাহাকার; নিরাশ্রয়; হীনবংশীয়।

হাঘর

হাঘর [ hāghara ] বি. নিরাশ্রয় বা গৃহহীন ব্যক্তি; হীন বংশ। [বাং. হা ঘর]। হাঘরে বিণ নিদারুণ দৈন্যের জন্য যার ঘরে হাহাকার; নিরাশ্রয়; হীনবংশীয়।

হাগানো

হাগানো ক্রি. মলত্যাগ করানো। ☐ বি. উক্ত অর্থে।

হাগা

হাগা (অশোভন) [ hāgā (aśōbhana) ] ক্রি. মলত্যাগ করা। ☐ বি. উক্ত অর্থে। [< সং. √ হদ্]। হাগানো ক্রি. মলত্যাগ করানো। ☐ বি. উক্ত অর্থে।

হাঁসুয়া

হাঁসিয়া, হাঁসুয়া [ hām̐siẏā, hām̐suẏā ] বি. কাস্তের মতো অর্ধচন্দ্রাকৃতি অস্ত্রবিশেষ। [দেশি]।