হ হীরক হীরক [ hīraka ] বি. উজ্জ্বল এবং বহুমূল্য রত্নবিশেষ। [সং. √ হৃ + অ + ক]। হীরকজয়ন্তী, হীরকজুবিলি জয়ন্তী দ্র।
হ হেঁড়েল হেঁড়ে, হেঁড়েল [ hēn̐ḍ়ē, hēn̐ḍ়ēla ] বিণ. ১ হাঁড়ির মতো আকারবিশিষ্ট (হেঁড়ে মুখ); ২ কর্কশ ও মোটা (হেঁড়ে গলা)। [হাঁড়ি দ্র]।
হ হেঁড়ে হেঁড়ে, হেঁড়েল [ hēn̐ḍ়ē, hēn̐ḍ়ēla ] বিণ. ১ হাঁড়ির মতো আকারবিশিষ্ট (হেঁড়ে মুখ); ২ কর্কশ ও মোটা (হেঁড়ে গলা)। [হাঁড়ি দ্র]।
হ হারী হারী১ [ hārī ] (-রিন্) বিণ. হারবিশিষ্ট, হারভূষিত। [সং. হার + ইন্]। স্ত্রী. হারিণী। -হারী২ [ -hārī ] (-রিন্) বিণ. হরণকারী, নাশক (চিত্তহারী, (দর্পহারী)। [সং. √ হৃ + ইন্]। স্ত্রী. ̃ হারিণী (ত্রিতাপহারিণী)।