হাতে হাতে ক্রি-বিণ. ১ সঙ্গে সঙ্গে, অবিলম্বে; ২ সরাসরি (হাতে হাতে ফলপ্রাপ্তি, দাম হাতে-হাতে চুকানো, প্রমাণ হাতে-হাতে); ৩ এক হাত থেকে আর এর হাতে (ব্যাগটা হাতে-হাতে চলে গেল)।
হাবা [ hābā ] বিণ. ১ বোবা; ২ স্থূলবুদ্ধই; ৩ (ঈষত্) বিকৃতমস্তিষ্ক। [দেশি]। হাবাকালা বিণ. মূক ও বধির। হাবাগঙ্গারাম, হাবাগবা, হাবাগোবা বিণ. বোবা বা মুখচোরা ও বোকা।