হাতে ধরা

হাতে ধরা ক্রি. বি. সনির্বন্ধ অনুরোধ করা বা মিনতি করা।

হাতে নাতে

হাতে নাতে ক্রি-বিণ. ১ অপরাধের প্রমাণসহ; ২ বমাল; ৩ অপরাধে রত থাকবার সময়ে (হাতে-নাতে ধরা)।

হাতে নেওয়া

হাতে নেওয়া ক্রি. বি. হাত দিয়ে গ্রহণ করা; দায়িত্ব গ্রহণ করা।

হাতে পাঁজি মঙ্গলবার

হাতে পাঁজি মঙ্গলবার (আল.) বৃথা তর্ক না করে হাতের কাছে যে সন্দেহ-নিরসনের উপায় আছে তা অবলম্বন করা হোক।

হাতে পাতে

হাতে পাতে ক্রি-বিণ. (টাকাকড়ি-সম্বন্ধে) সম্বলরূপে।

হাতে পায়ে

হাতে-পায়ে ক্রি-বিণ. ১ একান্ত মিনতি জানিয়ে (টাকার জন্য হাতে-পায়ে পড়া, হাতে-পায়ে ধরে ক্ষমাভিক্ষা); ২ স্বাবলম্বী হয়ে (হাতে-পায়ে দাঁড়ানো)।

হাবাগোবা

হাবাগঙ্গারাম, হাবাগবা, হাবাগোবা বিণ. বোবা বা মুখচোরা ও বোকা।