হাতড়া

হাতড়া, হাতড়ানো ক্রি. হাত বুলিয়ে বুলিয়ে খোঁজা (হাতড়ে বেড়ানো)। [বাং. √ হাতড়া]।

হাত পড়া

হাত পড়া ক্রি. বি. ১ হস্তক্ষেপ হওয়া; ২ স্পৃষ্ট হওয়া, ছোঁয়া লাগা।

হাত পাকানো

হাত পাকানো ক্রি. বি. ১ অভ্যাসদ্বারা পটু হওয়া; ২ প্রহার করবার জন্য প্রস্তুত হওয়া।

হাতপাখা

হাতপাখা বি. (সচ.) তালপাতার তৈরি যে পাখা দিয়ে বাতাস করা হয়।

হাত পা চলা

হাত-পা চলা ক্রি. বি. যুগপত্ হাত ও পা দিয়ে মারা; কিল চড় ঘুসি ও লাথি মারা।

হাত পা বেঁধে জলে ফেলা

হাত-পা বেঁধে জলে ফেলা ক্রি. বি. ১ উদ্ধারলাভের পথ বন্ধ করে সর্বনাশের পথে ঠেলে দেওয়া; ২ নিতান্ত অপাত্রে কন্যাদান করা।

হাত পাতা

হাত পাতা ক্রি. বি. করতল প্রসারিত করা; প্রার্থী হওয়া।

হাত পা বার হওয়া

হাত পা বার হওয়া ক্রি. বি. ১ অতিশয় অতিরঞ্জিত হওয়া; ২ কর্মশক্তি অসম্ভব বৃদ্ধি পাওয়া।

হাতবদল

হাতবদল বি. অধিকার পরিবর্তন; হস্তান্তর।