হর্ষান্বিত

হর্ষান্বিত, হর্ষাবিষ্ট, হর্ষিত বিণ. আনন্দিত; তোষিত; আমোদিত।

হর্ষণ

হর্ষণ বি. হর্ষ। ☐ বিণ. ১ হর্ষজনক; ২ শিউরে বা খাড়া করে তোলে এমন (লোমহর্ষণ)।

হর্ষ

হর্ষ [ harṣa ] বি. ১ আনন্দ, পুলক; ২ উদ্ভেদ, উদগম, খাড়া হওয়া বা শিহরন (লোমহর্ষ)। [সং. √ হৃষ্ + অ]। হর্ষণ বি. হর্ষ। ☐ বিণ. ১ হর্ষজনক; ২ শিউরে বা খাড়া করে তোলে এমন (লোমহর্ষণ)। হর্ষান্বিত, হর্ষাবিষ্ট, হর্ষিত বিণ. আনন্দিত; তোষিত; আমোদিত। হর্ষোদয় বি. আনন্দের সঞ্চার।

হরিদশ্ব

হরিদশ্ব বি. (সবুজ ঘোড়ায় টানা রথে চড়েন বলে) সূর্য।

হাঁটু

হাঁটু [ hān̐ṭu ] বি. জানু; জঙ্ঘাস্হি (shin-bone) ও ঊরুর সংযোগস্হলের গোলাকার হা়ড়। [দেশি-তু. হাঁট]। হাঁটুজল বি. হাঁটু পর্যন্ত ডোবে এমন গভীর জল। হাঁটুভাঙা দ — দুঃখে বা নৈরাশ্যে চলনশক্তিরহিত হয়ে উপবিষ্ট। হাঁটুর বয়সি — (বিদ্রুপে) কারও তুলনায় বয়সে খুবই ছোটো।

হর্ষিত

হর্ষান্বিত, হর্ষাবিষ্ট, হর্ষিত বিণ. আনন্দিত; তোষিত; আমোদিত।

হর্ষাবিষ্ট

হর্ষান্বিত, হর্ষাবিষ্ট, হর্ষিত বিণ. আনন্দিত; তোষিত; আমোদিত।

হরিতাশ্ম

হরিতাশ্ম (-শ্মন্) বি. ১ (সবুজবর্ণ বলে) মরকত মণি; ২ তুঁতে।