হামবড়া

হামবড়ো, হামবড়া বিণ. আমিই বড়ো বা সর্বেসর্বা-এই ভাবযুক্ত; আত্মাভিমানী।

হামবড়ো

হামবড়ো, হামবড়া বিণ. আমিই বড়ো বা সর্বেসর্বা-এই ভাবযুক্ত; আত্মাভিমানী।

হাম

হাম১ [ hāma১ ] বি. জ্বর ও তত্সহ সারা গায়ে ঘামাচির মতো উদ্ভেদযুক্ত রোগবিশেষ, measles. [দেশি]। হাম২ [ hāma২ ] সর্ব. আমি। [হি. হম্ < সং. অহম্]। হামবড়ো, হামবড়া বিণ. আমিই বড়ো বা সর্বেসর্বা-এই ভাবযুক্ত; আত্মাভিমানী।

হাপুস

হাপুস১ [ hāpusa ] অব্য. হাপরানোর শব্দ (হাপুস-হুপুস করে খাওয়া)। [ধ্বন্যা.]। হাপুস২ [ hāpusa ] বিণ. বাষ্পাকুল, অশ্রুপূর্ণ (হাপুস নয়নে)। [< বাষ্প]।

হানাহানি

হানাহানি বি. দুটি বিরুদ্ধ পক্ষের পরস্পর যুদ্ধ বা আক্রমণ।

হানাদার

হানাদার বিণ. (অন্যায়ভাবে) আক্রমণকারী।

হানা

হানা [ hānā ] ক্রি. ১ আঘাত করবার জন্য নিক্ষেপ করা; মারা (‘তোমার সে আশায় হানিব বাজ’: রবীন্দ্র); ২ হনন করা, বধ করা। ☐ বি. ১ (আস্ফালনসহ) আক্রমণ (হানা দেওয়া); ২ খানাতল্লাশির বা গ্রেপ্তারের জন্য আগমন (পুলিসের হানা)। ☐ বিণ. (প্রধানত ভূতপ্রেতের দ্বারা) আক্রান্ত (হানাবাড়ি)। [সং. √ হন্]। হানাদার বিণ. (অন্যায়ভাবে) আক্রমণকারী। হানাহানি বি. দুটি বিরুদ্ধ পক্ষের পরস্পর যুদ্ধ বা আক্রমণ।

হাঁটুর বয়সি

হাঁটুর বয়সি — (বিদ্রুপে) কারও তুলনায় বয়সে খুবই ছোটো।

হাঁটুভাঙা দ

হাঁটুভাঙা দ — দুঃখে বা নৈরাশ্যে চলনশক্তিরহিত হয়ে উপবিষ্ট।

হাঁটুজল

হাঁটুজল বি. হাঁটু পর্যন্ত ডোবে এমন গভীর জল।