হানা
হানা [ hānā ] ক্রি. ১ আঘাত করবার জন্য নিক্ষেপ করা; মারা (‘তোমার সে আশায় হানিব বাজ’: রবীন্দ্র); ২ হনন করা, বধ করা। ☐ বি. ১ (আস্ফালনসহ) আক্রমণ (হানা দেওয়া); ২ খানাতল্লাশির বা গ্রেপ্তারের জন্য আগমন (পুলিসের হানা)। ☐ বিণ. (প্রধানত ভূতপ্রেতের দ্বারা) আক্রান্ত (হানাবাড়ি)। [সং. √ হন্]। হানাদার বিণ. (অন্যায়ভাবে) আক্রমণকারী। হানাহানি বি. দুটি বিরুদ্ধ পক্ষের পরস্পর যুদ্ধ বা আক্রমণ।