হাঁক
হাঁক, হাঁই হুঁই [ hān̐ka, hām̐i hum̐i ] বি. ১ উচ্চরবে ডাক (হাঁক দেওয়া, ‘হাঁই হুঁই ছেড়ে ছোটে বাহকেরা’); ২ হুঙ্কার (হাঁক ছাড়া)। [সং. হুঙ্কার]। হাঁক পাড়া ক্রি. বি. চিত্কার করে ডাক দেওয়া। হাঁকডাক বি. ১ ক্রমাগত হাঁক; ২ আস্ফালনসূচক চিত্কার; ৩ ক্ষমতা ও ঐশ্বর্যের খ্যাতি; ৪ প্রভাব-প্রতিপত্তি (গ্রামে ওদের হাঁক়ডাক খুব)।
হাঁকা
হাঁকা১ [ hān̐kā ] ক্রি. ১ হাঁক দেওয়া; উচ্চস্বরে বা আস্ফালনপূর্বক বলা বা ঘোষণা করা (‘হাঁকে বীর শির নাহি’: নজরুল); ২ দাবি করা (দর হাঁকা)। [হাঁক দ্র]। হাঁকা২ [ hān̐kā ] ক্রি. হাঁকানো। হাঁকানো ক্রি. ১ হাঁকড়ানো-র সমস্ত অর্থে (গাড়ি হাঁকিয়ে চলা); ২ দর্পভরে তাড়ানো (ভিখারিকে হাঁকিয়ে দেওয়া)। ☐ বি. উক্ত সব অর্থে।