হাতিশুঁড়

হাতিশুঁড়, হাতিশুঁড়া বি. লম্বা ও বাঁকা পাতাযুক্ত বনৌষধিবিশেষ।

হাতি পোষা

হাতি পোষা ক্রি. বি. (আল.) অতি ব্যয়সাধ্য কাজের দায়িত্ব বহন করা।

হাতি

হাতি১, (বর্জি.) হাতী২ [ hāti, hātī ] বিণ. ১ হস্তপিরিমিত (আট-হাতি ধুতি); ২ হাতের দিকে (ডান-হাতি রাস্তা)। [হাত দ্র]। হাতি২, (বর্জি.) হাতী২ [ hāti,  hātī ] বি. ১ শুঁড়বিশিষ্ট বৃহদাকার স্তন্যপায়ী ও তৃণভোজী চতুষ্পদ জন্তুবিশেষ; ২ (আল.) অতিশয় স্থূলকায় ব্যক্তি। [সং. হস্তী]। হাতি পোষা ক্রি. বি. (আল.) অতি ব্যয়সাধ্য কাজের দায়িত্ব বহন করা। হাতির খোরাক (আল.) বিপুল-পরিমাণ খাদ্য। হাতিশাল বি. হাতির আস্তাবল। হাতিশুঁড়, হাতিশুঁড়া বি. লম্বা ও বাঁকা পাতাযুক্ত বনৌষধিবিশেষ।

হাড়গিলা

হাড়গিলা, (কথ্য) হাড়গিলে [ hāḍ়gilā, (kathya) hāḍ়gilē ] বি. জলা জায়গায় বাস করে এবং মাছ ব্যাং পোকামাকড় প্রভৃতি খায় এমন বড়ো ও কদাকার পাখিবিশেষ, adjutant. [হাড় ও গিলা২ দ্র]।

হস্তগত

হস্তগত বিণ. অধিকৃত, দখলীকৃত, করায়ত্ত।

হস্তগ্রাহ্য

হস্তগ্রাহ্য বিণ. হস্তদ্বারা গ্রহণযোগ্য বা স্পর্শনসাধ্য।

হস্তচ্যুত

হস্তচ্যুত বিণ. ১ হাতছাড়া, অধিকারচ্যুত, বেদখল; ২ হাত থেকে পড়ে গিয়েছে এমন।