স সন্নিহিতকোণ সন্নিহিতকোণ–বি. (জ্যামি.) এক সরলরেখার উপর অপর সরলরেখা স্হাপিত হলে পাশাপাশি যে-দুটি কোণ উত্পন্ন হয় তাদের যে-কোনোটি, adjacent angle.
স সওদাগর সওদাগর [ sōdā-gara ] বি. বণিক, বড়ো ব্যবসায়ী। [ফা.]। সওদাগরি বিণ. বণিক বা বাণিজ্য-সম্বন্ধীয় (সওদাগরি অফিস)। ☐ বি. সওদাগরের কাজ, বাণিজ্য।
স সওয়ার সওয়ার [ sōẏāra ] বি. ১. আরোহী (ঘোড়সওয়ার); ২. অশ্বারোহী। ☐ বিণ. আরূঢ় (সওয়ার হওয়া)। [ফা. সওয়ার]। সওয়ারি বিণ. বি. যানবাহনে আরোহী (টাঙার সওয়ারি)। ☐ বি. যানবাহন।