সরলকোণ

সরলকোণ–বি. (জ্যামি.) দুই সমকোণ বা ১৮০ ডিগ্রি পরিমিত কোণ, straight angle.

সন্নিহিতকোণ

সন্নিহিতকোণ–বি. (জ্যামি.) এক সরলরেখার উপর অপর সরলরেখা স্হাপিত হলে পাশাপাশি যে-দুটি কোণ উত্পন্ন হয় তাদের যে-কোনোটি, adjacent angle.

সওদাগরি

সওদাগরি বিণ. বণিক বা বাণিজ্য-সম্বন্ধীয় (সওদাগরি অফিস)। ☐ বি. সওদাগরের কাজ, বাণিজ্য।

সওদাগর

সওদাগর [ sōdā-gara ] বি. বণিক, বড়ো ব্যবসায়ী। [ফা.]। সওদাগরি বিণ. বণিক বা বাণিজ্য-সম্বন্ধীয় (সওদাগরি অফিস)। ☐ বি. সওদাগরের কাজ, বাণিজ্য।

সওদা

সওদা [ sōdā ] বি. ১. ক্রয়, খরিদ, কেনাকাটা; ২. পণ্যদ্রব্য। [ফা. সওদা]।

সওগাত

সওগাত [ sō-gāta ] বি. উপঢৌকন, ভেট। [তুর. সওগত্]।

স্থূলকোণ

স্থূলকোণ–বি. (জ্যামি.) এক সমকোণের চেয়ে বড় কিন্তু দুই সমকোণের চেয়ে ছোট কোণ, obtuse angle.

সূক্ষ্মকোণ

সূক্ষ্মকোণ–বি. (জ্যামি.) সমকোণ অপেক্ষা ক্ষুদ্রতর কোণ, acute angle.

সওয়ারি

সওয়ারি বিণ. বি. যানবাহনে আরোহী (টাঙার সওয়ারি)। ☐ বি. যানবাহন।

সওয়ার

সওয়ার [ sōẏāra ] বি. ১. আরোহী (ঘোড়সওয়ার); ২. অশ্বারোহী। ☐ বিণ. আরূঢ় (সওয়ার হওয়া)। [ফা. সওয়ার]। সওয়ারি বিণ. বি. যানবাহনে আরোহী (টাঙার সওয়ারি)। ☐ বি. যানবাহন।