ষটষষ্ঠি

ষটষষ্ঠি বি. বিণ. ৬৬ সংখ্যা বা তার পূরক।

ষটত্রিংশ

ষটত্রিংশ, ষটত্রিংশত্তমী, ষটত্রিংশত্ বি. বিণ. ৩৬ সংখ্যা বা তার পূরক।

ষটকর্ম

ষটকর্ম বি. ১. যজন যাজন অধ্যয়ন অধ্যাপন দান ও প্রতিগ্রহ ব্রাহ্মণের করণীয় এই ছয় কর্ম; ২. মারণ উচ্চাটন প্রভৃতি ছয়টি তান্ত্রিক প্রক্রিয়া।

ষটকর্মা

ষটকর্মা (-র্মন্) বি. ষটকর্মকারী ব্রাহ্মণ। ☐ বিণ. ষটকর্মকারী।

ষটচক্র

ষটচক্র বি. মূলাধার স্বাধিষ্ঠান মণিপূরক অনাহত বিশুদ্ধ ও আজ্ঞা – যোগশাস্ত্রোক্ত দেহমধ্যস্হ এই ছয় চক্র।

ষটচত্বারিংশত্তম

ষটচত্বারিংশ, ষটচত্বারিংশত্তম বিণ. ছেচল্লিশ সংখ্যার পূরক ৪৬ স্হানীয়। স্ত্রী. ষটচত্বারিংশত্তমী।

ষটচত্বারিংশ

ষটচত্বারিংশ, ষটচত্বারিংশত্তম বিণ. ছেচল্লিশ সংখ্যার পূরক ৪৬ স্হানীয়। স্ত্রী. ষটচত্বারিংশত্তমী।