ফড়িঙ্গা

ফড়িঙ্গা [ phaḍiṅgā ] বি. ঝিঁঝিপোকা। [সং. পতঙ্গ]।

ফড়িং

ফড়িং [ phaḍi ] বি. লাফিয়ে চলে এমন সুপরিচিত তৃণভোজী পতঙ্গবিশেষ। [সং. পতঙ্গ]।

ফড়ফড়

ফড়ফড় [ phaḍ-phaḍ ] বি. ১. কাপড় ইত্যাদি ছেঁড়ার শব্দ; ২. কাগজ ইত্যাদির মধ্যে কোনোকিছু নড়ার বা চলাফেরা করার শব্দ; ৩. বকবক; ৪. অতি ব্যস্ততার ভাব। [ধ্বন্যা.]।

ফটিক

ফটিক [ phaṭika ] বি. স্ফটিক। ☐ বিণ. স্বচ্ছ, নির্মল (ফটিক জল)। [সং. স্ফটিক]।

ফ–বাংলা বর্ণমালার দ্বাবিংশ ব্যঞ্জনবর্ণ; অঘোষ মহাপ্রাণ ওষ্ঠ্য ফ্-ধ্বনির বর্ণরূপ।

ফকির

ফকির [ phakira ] বি. ১. মুসলমান সাধু; ২. (সচ. মুসলমান) ভিক্ষুক; ৩. (আল.) ভিখারি, অতি দরিদ্র ও নিঃস্ব ব্যক্তি (পথের ফকির, কাল রাজা আজ ফকির)। [আ. ফকীর]। ফকিরি বি. ফকিরের বৃত্তি বা ভাব। ☐ বিণ. ফকিরসংক্রান্ত (ফকিরি চালচলন)। ফকিরা মালা, ফকরে মালা বি. ফকিরের জপমালা।

ফকিরি

ফকিরি বি. ফকিরের বৃত্তি বা ভাব। ☐ বিণ. ফকিরসংক্রান্ত (ফকিরি চালচলন)।

ফকফকে

ফকফকে বিণ. ফরসা; সাদা; ঝকমকে।

ফকফক

ফকফক [ phaka-phaka ] বি. উজ্জ্বলতার ভাব; সাদা ভাব। [ধ্বন্যা.]। ফকফকে বিণ. ফরসা; সাদা; ঝকমকে।

ফইজত

ফইজত [ phi-jata ] বি. ১. ঝগড়া, বিবাদ, হাঙ্গামা (মিছিমিছি ফইজতে কাজ নেই); ২. ভর্ত্সনা; ৩. কলঙ্গ, বদনাম। [আ. ফজীহত্]।