ফরাশ

ফরাশ [ pharāśa ] বি. ১. মেঝে বা তক্তপোশে পাতবার মোটা আস্তরণবিশেষ; ২. বিছানা পাতা, বাতি জ্বালা, ঘর ও আসবাবপত্র ঝাড়ামোছা করা ইত্যাদি কাজে নিযুক্ত ভৃত্য। [আ. ফর্শ]।

ফরাকত

ফরাকত [ pharākata ] বি. ১. ছাড়াছাড়ি, বিচ্ছেদ; ২. বিচ্ছিন্ন অবস্হা, পৃথক বা স্বতন্ত্র থাকা; ৩. ফাঁকা জায়গা; ৪. অবসর। [আ. ফরাগত্]।

ফরমুলা

ফরমুলা [ phara-mulā ] বি. গণিতের বা অন্য কোনো বিষয়ের সমস্যা সমাধানের সূত্র বা সংকেত। [ইং. formula]।

ফরমান

ফরমান [ phara-māna ] বি. (প্রধানত বাদশাহি বা সুলতানি) আদেশ, হুকুম, আদেশনামা, হুকুমনামা। [ফা. ফরমান]।

ফরজ

ফরজ [ pharaja ] বি. ঈশ্বরের নির্দেশে যে-কাজ আবশ্যকরণীয় বলে কোরানে উক্ত আছে। [আ. ফর্জ]।

ফয়তা

ফয়তা [ phaẏatā ] বি. ১. মৃত্যের আত্মার সদ্গতির জন্য মুসলমানদের প্রার্থনা ও ভোজ্যাদি দান; ২. শাস্ত্রসংগত বিচার ও সিদ্ধান্ত। [আ. ফতিহা]।

ফতোয়া

ফতোয়া [ phatōẏā ] বি. ১. ইসলামি শাস্ত্র অনুযায়ী রায়; ২. নির্দেশ বা আদেশ (তিনি ফতোয়া দিলেই বা মানছে কে?)। [আ. ফত্বা]।

ফতে

ফতে [ phatē ] বি. ১. জয়; ২. সিদ্ধি। ☐ বিণ. ১. সিদ্ধ, হাসিল (কাম ফতে হওয়া); ২. বিজিত (যুদ্ধ ফতে হয়েছে, লড়াই ফতে হয়েছে)। [আ. ফতহ্]।

ফতুর

ফতুর [ phatura ] বিণ. নিঃস্ব, সর্বস্বান্ত (বাবুগিরি করতে গিয়েই ফতুর হয়েছে)। [আ. ফুতুর]।

ফরসি

ফরসি [ pharasi ] বি. ধূমপানের লম্বা নলযুক্ত হুঁকোবিশেষ। [আ. ফর্সী]।