ফেরিঘাট

ফেরিঘাট বি. যে ঘাট থেকে নদী খাল ইত্যাদি পারাপার হয়।

ফেরি

ফেরি1 [ phēri1 ] বি. পথে পথে ঘুরে পণ্যবিক্রয় (খেলনা ফেরি করে)। [হি. ফেরী]। ফেরিওয়ালা বি. যে ফেরি করে। ফেরি2 [ phēri2 ] বি. খেয়া পারাপার। [ইং. ferry]। ফেরিঘাট বি. যে ঘাট থেকে নদী খাল ইত্যাদি পারাপার হয়। ফেরিনৌকা বি. যে নৌকাযাত্রী ও মালপত্র নির্দিষ্ট ভাড়ায় পারাপার করে।

ফেব্রুআরি

ফেব্রুয়ারি, ফেব্রুআরি [ phēbru-ẏāri, phēbru-āri ] বি. ইংরেজি সনের দ্বিতীয় মাস বাংলা মাঘের মাঝামাঝি থেকে ফাল্গুনের মাঝামাঝি পর্যন্ত। [ইং. February]।

ফেব্রুয়ারি

ফেব্রুয়ারি, ফেব্রুআরি [ phēbru-ẏāri, phēbru-āri ] বি. ইংরেজি সনের দ্বিতীয় মাস বাংলা মাঘের মাঝামাঝি থেকে ফাল্গুনের মাঝামাঝি পর্যন্ত। [ইং. February]।

ফেনায়িত

ফেনায়িত বিণ. ফেনাযুক্ত হয়েছে এমন (ফেনায়িত দুধ, ফেনায়িত ঢেউ)।

ফেনানো

ফেনানো ক্রি. বি. 1 নেড়ে নেড়ে ফেনিল করে তোলা বা গাঁজানো (রস জ্বাল দিয়ে ফেনানো); 2 (আল.) ইনিয়েবিনিয়ে কথা বাড়িয়ে তোলা; 3 অতিরঞ্জিত করা। ☐ বিণ. উক্ত সব অর্থে।

ফেনা

ফেনা [ phēnā ] বি. ফেন, গাঁজ; একত্রে উদ্ভূত বুদবুদসমূহ (সমুদ্রের ঢেউয়ের ফেনা)। ☐ বিণ. সফেন; ফেন বা মাড়যুক্ত (ফেবাভাত)। ☐ ক্রি, ফেনানো, ফেনিয়ে তোলা। [সং. ফেন + বাং. আ]। ফেনানো ক্রি. বি. 1 নেড়ে নেড়ে ফেনিল করে তোলা বা গাঁজানো (রস জ্বাল দিয়ে ফেনানো); 2 (আল.) ইনিয়েবিনিয়ে কথা বাড়িয়ে তোলা; 3 অতিরঞ্জিত করা। ☐ বিণ. উক্ত সব অর্থে। ফেনায়মান বিণ. ফেনাযুক্ত হচ্ছে এমন। ফেনায়িত বিণ. ফেনাযুক্ত হয়েছে এমন (ফেনায়িত দুধ, ফেনায়িত ঢেউ)।

ফেননিভ

ফেননিভ বিণ. ফেনার মতো কোমল ও শুভ্র (দুগ্ধফেননিভ শয্যা)।