ফোঁপা

ফুঁপা, ফোঁপা [ phum̐pā, phōm̐pā ] ক্রি. ফোঁস ফোঁস শব্দ করে কাঁদা, ফুঁপিয়ে কাঁদা। [ধ্বন্যা.]। ফুঁপানি, ফোঁপানি বি. 1 গুমরে কাঁদা; 2 চাপা গর্জন। ফুঁপানো, ফোঁপানো ক্রি. বি. 1 গুমরে কাঁদা, ফুলে ফুলে কাঁদা; 2 রাগে বা দুঃখে চাপা গর্জন করা।

ফোঁড়াফুঁড়ি

ফুঁড়াফুঁড়ি, ফোঁড়াফুঁড়ি বি. বারংবার বিদ্ধ বা ভেদ করা (ডাক্তারের ফোঁড়াফুঁড়ি)।

ফুঁড়াফুঁড়ি

ফুঁড়াফুঁড়ি, ফোঁড়াফুঁড়ি বি. বারংবার বিদ্ধ বা ভেদ করা (ডাক্তারের ফোঁড়াফুঁড়ি)।

ফোঁড়ানো

ফুঁড়ানো, ফোঁড়ানো ক্রি. বি. বিদ্ধ বা ভেদ করানো (মেয়ের কান ফোঁড়ানো হবে); ছেঁদা করানো। ☐ বিণ. উক্ত উভয় অর্থে।

ফুঁড়ানো

ফুঁড়ানো, ফোঁড়ানো ক্রি. বি. বিদ্ধ বা ভেদ করানো (মেয়ের কান ফোঁড়ানো হবে); ছেঁদা করানো। ☐ বিণ. উক্ত উভয় অর্থে।

ফোঁড়া

ফুঁড়া, ফোঁড়া [ phun̐ḍ়ā, phōn̐ḍ়ā ] ক্রি. বি. 1 বিদ্ধ করা বা ভেদ করা (তিরটা তার শরীর ফুঁড়ে বেরিয়েছে, মাটি ফুঁড়ে ওঠা); 2 ছেঁদা করা (দেওয়াল ফুঁড়ে উই বেরোচ্ছে)। ☐ বিণ. উক্ত উভয় অর্থে। [প্রাকৃ. √ ফুড় < সং. √ স্ফুট্ + বাং. আ]। ফুঁড়ানো, ফোঁড়ানো ক্রি. বি. বিদ্ধ বা ভেদ করানো (মেয়ের কান ফোঁড়ানো হবে); ছেঁদা করানো। ☐ বিণ. উক্ত উভয় অর্থে। ফুঁড়াফুঁড়ি, ফোঁড়াফুঁড়ি বি. বারংবার বিদ্ধ বা ভেদ করা (ডাক্তারের ফোঁড়াফুঁড়ি)।

ফুঁড়া

ফুঁড়া, ফোঁড়া [ phun̐ḍ়ā, phōn̐ḍ়ā ] ক্রি. বি. 1 বিদ্ধ করা বা ভেদ করা (তিরটা তার শরীর ফুঁড়ে বেরিয়েছে, মাটি ফুঁড়ে ওঠা); 2 ছেঁদা করা (দেওয়াল ফুঁড়ে উই বেরোচ্ছে)। ☐ বিণ. উক্ত উভয় অর্থে। [প্রাকৃ. √ ফুড় < সং. √ স্ফুট্ + বাং. আ]। ফুঁড়ানো, ফোঁড়ানো ক্রি. বি. বিদ্ধ বা ভেদ করানো (মেয়ের কান ফোঁড়ানো হবে); ছেঁদা করানো। ☐ বিণ. উক্ত উভয় অর্থে। ফুঁড়াফুঁড়ি, ফোঁড়াফুঁড়ি বি. বারংবার বিদ্ধ বা ভেদ করা (ডাক্তারের ফোঁড়াফুঁড়ি)।

ফোঁকা

ফুঁকা, ফোঁকা [ phun̐kā, phōn̐kā ] ক্রি. বি. 1 ফুঁ দেওয়া; 2 ফুঁ দিয়ে বাজানো (শিঙা ফোঁকা, বাঁশি ফোঁকা); 3 (ঈষত্ মন্দার্থে) ধূমপান করা (সিগারেট ফোঁকা); 4 অপব্যয় করা, বাজে খরচ করে উড়ানো (এতগুলো টাকা ফুঁকে দিলে?)। [হি. √ ফুঁক < ফুক্কা < সং. ফুত্কার]।

ফিসফিস

ফিস-ফিস [ phisa-phisa ] বি. চাপা স্বরে ফিসফিস শব্দে কথা। [ধ্বন্যা.]। ফিস-ফিসিয়ে ক্রি-বিণ. ফিসফিস করে।