ফ ফুঁসানো ফুঁসা, ফুঁসানো, ফোঁসা, ফোঁসানো [ phum̐sā, phum̐sānō, phōm̐sā, phōm̐sānō ] ক্রি. বি. 1 ফোঁস ফোঁস শব্দ করা; 2 রাগে চাপা গর্জন করা। [ধ্বন্যা.]। ফুঁসানি, ফোঁসানি বি. ফোঁস ফোঁস আওয়াজ; চাপা গর্জন।
ফ ফুঁসা ফুঁসা, ফুঁসানো, ফোঁসা, ফোঁসানো [ phum̐sā, phum̐sānō, phōm̐sā, phōm̐sānō ] ক্রি. বি. 1 ফোঁস ফোঁস শব্দ করা; 2 রাগে চাপা গর্জন করা। [ধ্বন্যা.]। ফুঁসানি, ফোঁসানি বি. ফোঁস ফোঁস আওয়াজ; চাপা গর্জন।
ফ ফুকরা ফুকরা [ phukarā ] ক্রি. ফুকরানো। [হি. √ পুকার]। ফুকারা, ফুকরানো ক্রি. বি. 1 উচ্চস্বরে ডাকা (‘মাসি বলি ফুকারিয়া মিলালো বালক’: রবীন্দ্র); 2 চিত্কার করা (‘চোরের জননী ফুকারি কাঁদিতে নাহি পারে’, ফুকরে কাঁদে)। ফুকার বি. উচ্চ চিত্কার বা ডাক।
ফ ফোপরদালাল ফোপর-দালাল [ phōpara-dālāla ] বি. যে ব্যক্তি উপর-পড়া হয়ে অপরের ব্যাপারে হস্তক্ষেপ করে বা নাক গলায়; যে অন্যের ব্যাপারে অযাচিতভাবে মাতব্বরি করে। [হি. ফফড় + আ. দালাল]। ফোপর-দালালি বি. ফোপরদালালের আচরণ; মাতব্বরি।
ফ ফোঁড়ানো ফুঁড়ানো, ফোঁড়ানো ক্রি. বি. বিদ্ধ বা ভেদ করানো (মেয়ের কান ফোঁড়ানো হবে); ছেঁদা করানো। ☐ বিণ. উক্ত উভয় অর্থে।