ফুরফুর

ফুর-ফুর [ phura-phura ] বি. 1 মৃদুমন্দ বায়ুপ্রবাহের ভাব; 2 বাতাসে চুল কাপড় প্রভৃতি পাতলা ও হালকা পদার্থের ওড়ার ভাব। [ধ্বন্যা.]। ফুর-ফুরে বিণ. 1 ফুরফুর করে এমন; 2 লঘু ও মনোরম (ফুরফুরে হাওয়া)।

ফুপু

ফুফু, (কথ্য) ফুপু বি. (স্ত্রী.) পিসি।

ফুটকড়াই

ফুটকড়াই, ফুটকলাই বি. ফুটানো বা ভাজা মটর।

ফুট ফুট

ফুট ফুট1 [ phuṭa phuṭa1 ] বিণ. ছোটো ছোটো দাগ বা ফোঁটা (তার সর্বাঙ্গে ফুট ফুট দাগ হয়েছে)। দ্র ফুট3। ফুট ফুট2 [ phuṭa phuṭa2 ] বি. স্বচ্ছতা উজ্জ্বলতা বা পরিষ্কার-পরিচ্ছন্নতার ভাব (জ্যোত্স্না ফুট ফুট করছে)। [সং. স্ফুট্]। ফুট-ফুটে বিণ. 1 অত্যন্ত স্বচ্ছ বা উজ্জ্বল; 2 ধবধবে (ফুটফুটে জ্যোত্স্না); 3 ফরসা ও সুশ্রী (‘মুখখানি তার ফুটফুটে’: স. দ.)।

ফুট

ফুট1 [ phuṭa1 ] বি. দৈর্ঘ্যের মাপবিশেষ, 12 ইঞ্চি পরিমিত দৈর্ঘ্য। [ইং. foot]। ফুট2 [ phuṭa2 ] বিণ. 1 বিকশিত (আধফুট হাসি); 2 বিদীর্ণ। [সং. √ স্ফুট্ > বাং. √ ফুট্ + অ]। ফুট3 [ phuṭa3 ] বি. ছোটো দাগ বা ফোঁটা। [বাং. ফোঁটা < সং. স্ফুট]। ফুট ফুট বিণ. ছোটো ছোটো দাগ বা ফোঁটা (তার সর্বাঙ্গে ফুট ফুট দাগ হয়েছে)। ফুট4 [ phuṭa4 ] বি. 1 তরল পদার্থ উত্তাপে ফোটবার সময় উত্থিত বুদবুদ (জলের ফুট); 2 ফোটবার অবস্হা (দুধে ফুট ধরেছে, ভাতে দুবার ফুট দেওয়া হয়েছে); 3 ফাট, চিড়। [সং. √ স্ফুট্ + বাং. অ]। ফুটকড়াই, ফুটকলাই বি. ফুটানো...

ফুকরানো

ফুকারা, ফুকরানো ক্রি. বি. 1 উচ্চস্বরে ডাকা (‘মাসি বলি ফুকারিয়া মিলালো বালক’: রবীন্দ্র); 2 চিত্কার করা (‘চোরের জননী ফুকারি কাঁদিতে নাহি পারে’, ফুকরে কাঁদে)।

ফুকারা

ফুকারা, ফুকরানো ক্রি. বি. 1 উচ্চস্বরে ডাকা (‘মাসি বলি ফুকারিয়া মিলালো বালক’: রবীন্দ্র); 2 চিত্কার করা (‘চোরের জননী ফুকারি কাঁদিতে নাহি পারে’, ফুকরে কাঁদে)।

ফুকার

ফুকার বি. উচ্চ চিত্কার বা ডাক।

ফুটো

ফুটা1, (কথ্য) ফুটো [ phuṭā1, (kathya) phuṭō ] বি. ছিদ্র, রন্ধ্র (কাপড়ের ফুটো, জানলায় ফুটো)। ☐ বিণ. সচ্ছিদ্র, ছিদ্রযুক্ত (‘এ কেবল দিনে রাত্রে জল ঢেলে ফুটা পাত্রে’: রবীন্দ্র)। [বাং. ফুট4 + আ]। ফুটা2, (কথ্য) ফোটা [ phuṭā2, (kathya) phōṭā ] ক্রি. বি. 1 প্রস্ফুটিত বা বিকশিত হওয়া, মুকুল ভেদ করে বার হওয়া (ফুল ফুটবে); 2 উদিত বা প্রকাশিত হওয়া (তারা ফোটে, জোছনা ফোটে); 3 প্রথম উন্মীলিত হওয়া (পাখির ছানার চোখ ফোটা); 4 ধ্বনিত হওয়া (কথা ফোটে, ‘জনতার মুখে ফোটো বিদ্যুত্-বাণী’: সুকান্ত); 5 আগুনের তাপে জ্বাল পেয়ে বুদবুদযুক্ত হওয়া বা ফেটে যাওয়া, ফুট ধরা (জল ফুটছে, দুধ ফোটে); 6 সিদ্ধ হওয়া...