প্রোজ্জ্বল

প্রোজ্জ্বল [ prōjjbala ] বিণ. অতিশয় উজ্জ্বল, অতিশয় দীপ্তিযুক্ত, অতিশয় ভাস্বর (প্রোজ্জ্বল ব্যক্তিত্ব, প্রোজ্জ্বল দৃষ্টান্ত)। [সং. প্র + উজ্জ্বল]।

প্রোগ্রাম

প্রোগ্রাম [ prōgrāma ] বি. কর্মসূচি, করণীয় কার্যসমূহের ক্রমিক তালিকা। [ইং. programme]।

প্রোটন

প্রোটন [ prōṭana ] বি. পরমাণুর কেন্দ্রস্হিত পিণ্ডীভূত অংশের কণিকাবিশেষ। [ইং. proton]।

প্রোটেস্টাণ্ট

প্রোটেস্টাণ্ট [ prōṭēsṭāṇṭa ] বি. রোমান ক্যাথলিক ধর্মের বিরুদ্ধে প্রতিবাদী খ্রিস্টান ধর্মসম্প্রদায়বিশেষ। [ইং. protestant]।

প্রোত

প্রোত [ prōta ] বিণ. ১. সূত্রের মধ্য গ্রথিত বা নিবদ্ধ; ২. জড়িত (তু. ওতপ্রোত)। [সং. প্র + √ বে + ত]।

প্রোথিত

প্রোথিত [ prōthita ] বিণ. পোঁতা হয়েছে এমন, ভূমিগর্ভে নিহিত (মোহরের ঘড়া মাটির নীচে প্রোথিত ছিল)। [সং. √ প্রোথ্ + ত]।

প্রোন্নত

প্রোন্নত [ prōnnata ] বিণ. অতি উন্নত বা উঁচু (প্রোন্নত মন্দিরশীর্ষ)। [সং. প্র + উন্নত]।

প্রোমোটার

প্রোমোটার [ prōmōṭāra ] বি. ১. যে-ব্যক্তি কোনো সংস্হা বা সংগঠনের নেতৃত্ব করে; ২. যে-ব্যক্তি বহুতল বাড়ির ফ্ল্যাট মালিকানা-ভিত্তিতে তৈরি ও বিক্রয় করে। [ইং. promoter]।

প্র্যাকটিস

প্র্যাকটিস [ pryāka-ṭisa ] বি. ১. ক্রমাগত অনুশীলন বা অভ্যাস (খেলার প্র্যাকটিস); ২. স্বাধীন বৃত্তি বা পেশার চর্চা বা অনুশীলন (ডাক্তারি প্র্যাকটিস, উকিলের প্র্যাকটিস)। [ইং. practice]।