ন্যাংচানো

ন্যাংচা, ন্যাংচানো [ nyāñcā nyāñcānō ] যথাক্রমে নেংচা ও নেংচানো -র বানানভেদ।

ন্যাংচা

ন্যাংচা, ন্যাংচানো [ nyāñcā nyāñcānō ] যথাক্রমে নেংচা ও নেংচানো -র বানানভেদ।

ন্যায়পরায়ণতা

ন্যায়নিষ্ঠা, ন্যায়পরতা, ন্যায়পরায়ণতা, ন্যায়বত্তা বি. ন্যায় বা বিধি মেনে চলা, ন্যায়ের প্রতি শ্রদ্ধা।

নজর রাখা

চোখ রাখা, নজর রাখা ক্রি. বি. সতর্ক দৃষ্টি বা পাহারা দেওয়া।

নাম রাখা

নাম রাখা ক্রি. বি. 1 নাম দেওয়া (ছেলের কী নাম রাখলে?); 2 গৌরব বজায় রাখা (বাপের নাম রেখেছে)।

নিরাপদ ব্যবধান

নিরাপদ ব্যবধান বি. যতটা ব্যবধান থাকলে বিপদের আশঙ্কা থাকে না-তু. safe distance.

নাদা পেট

নাদা পেট বি. বিণ. ভুঁড়ি বা ভুঁড়িবিশিষ্ট।

নালি

পয়নালা, নালি বি. জলনিকাশের পথ, নর্দমা।