ন নওজোয়ান নওজোয়ান [ nō-jōẏāna ] বি. বিণ. ১. তরুণ সৈনিক; ২. যুবকবীর; ৩. নবযুবক (‘চলবে নওজোয়ান’: নজরুল)। [হি. নও < ফা. নও + ফা. জওয়ান্]।
ন নও নও [ nō ] ক্রি. নহ, নহা ক্রিয়ার চলিত রূপের বর্তমান কালের মধ্যম পুরুষের রূপবিশেষ (তুমি সবল নও)। [নহা দ্র]।
ন নজরানা নজরানা [ najarānā ] বি. উপঢৌকন, ভেট, সেলামি (নজরানা না দিলে রাজবাড়িতে ঢোকা যাবে না)। [আ. নজর্ + ফা. আনা]।
ন নচ্ছার নচ্ছার [ nacchāra ] বিণ. ১. অপদার্থ; ২. পাজি, দুষ্ট, লক্ষ্মীছাড়া; ৩. দুর্বুদ্ধি; ৪. নীচ। [বাং. তু. হি. লুচ্ছা (=লম্পট, নীচ, দুষ্ট)]।
ন নগণ্য নগণ্য [ nagaṇya ] বিণ. ১. গণনার অযোগ্য (সংখ্যা নগণ্য); ২. তুচ্ছ, সামান্য, উপেক্ষা করার মতো, বাজে (নগণ্য লোক)। [সং. ন + গণ্য]।
ন নকুলে নকুলে [ nakulē ] বিণ. ১. নকল করে এমন, নকল করাই যার কাজ এমন, নকলনবিশ; ২. রঙ্গরস করার জন্য অন্যের কথা ঢং প্রভৃতি নকল করে এমন, নকল করে আমোদ করে এমন। [বাং. নকল + ইয়া > এ]।
ন নকুল নকুল [ nakula ] বি. ১. নেউল, বেজি; ২. শিব; ৩. চতুর্থ পাণ্ডব। [সং. ন + কুল (সমাসান্ত)]। নকুলেশ্বর বি. ১. ভৈরববিশেষ; ২. মহাদেব।