ধসন

ধসন [ dhasana ] বি. ধসা। [ধস দ্র]।

ধস

ধস [ dhasa ] বি. ১. খাড়া পাহাড় থেকে খসে-পড়া পাথর বা মাটির চাঙড় (ধস নামা); ২. মাটি বরফ পাথর ইত্যাদির বড় চাঙড় উপর থেকে সবেগে খসে পড়ার শব্দ। [হি. < সং. ধ্বংস (=নিপতন)]।

ধরিত্রী

ধরিত্রী [ dharitrī ] বি. ধরণী, পৃথিবী। [সং. √ ধৃ + ইত্র + ঈ]।

ধর্তব্য

ধর্তব্য [ dhartabya ] বিণ. ১. ধারণযোগ্য; ২. গণনীয়, বিবেচ্য, গ্রাহ্য (ছোটখাটো দোষ ধর্তব্য নয়)। [সং. ধৃ + তব্য]।

ধরপাকড়

ধরপাকড় [ dhara-pākaḍ ] বি. ১. পুলিশ বা অনা কারও দ্বারা ব্যাপক গ্রেপ্তারকরণ; ২. পীড়াপীড়ি, ধরাধরি (চাকরির জন্য ধরপাকড় করা)। [ধরা ও পাকড়া দ্র]।

ধর

-ধর [ -dhara ] বিণ. ধারী, ধারণকারী (ভূধর, জলধর, নবজলধর, হলধর)। [সং. √ ধৃ + অ]।

ধম্মিল্ল

ধম্মিল্ল [ dhammilla ] বি. ১. খোঁপা, অলংকারে বা ফুলে শোভিত খোঁপা; ২. ঝুঁটি; ৩. চূড়া। [সং. ধম + √ মিল্ + অ]।

ধম্ম

ধম্ম [ dhamma ] বি. ধর্ম -র অমা. কথ্য রূপ। [প্রাকৃ. ধম্ম]।

ধটি

ধটি, ধটী [ dhaṭi, dhaṭī ] বি. ১. কটিবাস, কৌপীন, ধড়া (‘তোমার কটিতটের ধটি কে দিল রাঙিয়া’: রবীন্দ্র); ২. পুরোনো বস্ত্র। [সং. ধট + ইন্]।

ধড়িবাজ

ধড়িবাজ [ dhaḍi-bāja ] বিণ. ১. ধূর্ত, কূটকৌশলী, ফন্দিবাজ (এরকম ধড়িবাজ লোকের সঙ্গে এঁটে ওঠা শক্ত); ২. প্রতারক, ধাপ্পাবাজ। [বাং. ধড় (< সং. ধূর্ত) + ফা. বাজ]। ধড়িবাজি বি. ধড়িবাজের মতো আচরণ, ধূর্তামি।