ধার্মিক

ধার্মিক [ dhārmika ] বিণ. ধর্মপরায়ণ, ধর্মে অনুরাগী। [সং. ধর্ম + ইক]। বিণ. (স্ত্রী.) ধার্মিকী। বি. ধার্মিকতা।

ধারোষ্ণ

ধারোষ্ণ [ dhārōṣṇa ] বিণ. ধারায় দোহনের ফলে ঈষত্ উষ্ণতাযুক্ত, সদ্য দোহনের জন্য ঈষদুষ্ণ (ধারোষ্ণ দুগ্ধ)। [সং. ধারা + উষ্ণ]।

ধারিত

ধারিত [ dhārita ] বিণ. ১. ধরানো হয়েছে এমন; ২. গ্রাহিত; ৩. বাহিত; ৪. স্হাপিত। [সং. √ ধৃ + ণিচ্ + ত]।

ধারিণী

ধারিণী [ dhāriṇī ] বিণ. (স্ত্রী.) ধারণকারিণী (অস্ত্রধারিণী, প্রহরণধারিণী)। ☐ বি. (স্ত্রী.) পৃথিবী। ☐ পুং. বিণ. ধারী। [সং. √ ধৃ + ইন্ + ঈ]।

ধারণা

ধারণা [ dhāraṇā ] বি. ১. বোধ, অনুভূতি, উপলব্ধি (বস্তু সম্বন্ধে ধারণা, ঈশ্বর সম্বন্ধে ধারণা); ২. অনুমান, সংস্কার, বিশ্বাস (আমার দৃঢৃ ধারণা); ৩. সিদ্ধান্ত, নির্ধারণ (ভবিষ্যত্ জীবন সম্পর্কে ধারণা করা); ৪. স্মরণশক্তি, মেধা (ধারণাশক্তি); ৫. একাগ্রতা, মনকে একই বিষয়ে স্হাপন। [সং. √ ধৃ + ণিচ্ + অন + আ]। ধারণাতীত বিণ. উপলব্ধি বা অনুমান করা অসাধ্য এমন।

ধারণাতীত

ধারণাতীত বিণ. উপলব্ধি বা অনুমান করা অসাধ্য এমন।

ধারয়িষ্ণু

ধারয়িষ্ণু [ dhāraẏiṣṇu ] বিণ. ধারণ করে আছে এমন, ধারণকারী, ধারণশীল। [সং. √ ধৃ + ণিচ্ + ইষ্ণু]।

ধারয়িত্রী

ধারয়িত্রী বিণ. (স্ত্রী.) ধারণকারিণী। ☐ বি. পৃথিবী।

ধারয়িতা

ধারয়িতা [ dhāraẏitā ] (-তৃ) বিণ. যে ধারণ করে, ধারণকারী, ধারক। [সং. √ ধৃ + ণিচ্ + তৃ]। ধারয়িত্রী বিণ. (স্ত্রী.) ধারণকারিণী। ☐ বি. পৃথিবী।

ধারণ

ধারণ [ dhāraṇa ] বি. ১. হাত দিয়ে গ্রহণ বা অঙ্গে গ্রহণ (অস্ত্রধারণ, বক্ষে ধারণ); ২. মনে রাখা (উপদেশ ধারণ); ৩. স্হাপন (আশীর্বাদের ফুল মস্তকে ধারণ); ৪. অভ্যন্তরে গ্রহণ, ভিতরে নেওয়া (এই পাত্র বহু জল ধারণে সক্ষম); ৫. পরিগ্রহ (অগ্নিমূর্তি ধারণ); ৬. গ্রহণ, অবলম্বন (নামধারণ, ভেকধারণ); ৭. বহন (শিরে কুম্ভধারণ)। [সং. √ ধৃ + ণিচ্ + অন]।