ধুকপুকানি

ধুকধুকানি, ধুকপুকানি বি. ১. মৃদু হৃত্স্পন্দন; ২. মানসিক অশান্তি, অস্হিরতা বা উদ্বেগ; ছটফটানি।

ধুকধুকানি

ধুকধুকানি, ধুকপুকানি বি. ১. মৃদু হৃত্স্পন্দন; ২. মানসিক অশান্তি, অস্হিরতা বা উদ্বেগ; ছটফটানি।

ধুঁকনি

ধুঁকনি [ dhun̐kani ] বি. ১. ঘনঘন শ্বাসত্যাগের অব্যক্ত শব্দ; ২. ঘনঘন নিশ্বাস-প্রশ্বাস গ্রহণ ও ত্যাগের জন্য বুকের উত্থান-পতন; ৩. হাঁপ। [ধুঁকা দ্র]।

ধীরিধীরি

ধীরি, ধীরিধীরি [ dhīri, dhīri-dhīri ] ক্রি-বিণ. (কাব্যে) ধীরে, মন্হর বা মৃদু গতিতে (নাচে ধীরিধীরি)। [সং. ধীর + বাং. ই]।

ধীরি

ধীরি, ধীরিধীরি [ dhīri, dhīri-dhīri ] ক্রি-বিণ. (কাব্যে) ধীরে, মন্হর বা মৃদু গতিতে (নাচে ধীরিধীরি)। [সং. ধীর + বাং. ই]।

ধীরোদাত্ত

ধীরোদাত্ত [ dhīrōdātta ] বিণ. বি. ১. সুখে-দুঃখে অবিচলিত; ২. (অল.) নিরহংকার, আশ্রিতজনপালক ও বিনয়ী নায়কবিশেষ। [সং. ধীর + উদাত্ত]।

ধীরোদ্ধত

ধীরোদ্ধত [ dhīrōddhata ] বি. (অল.) স্বভাবে স্হিরচিত্ত কিন্তু সময়ে সময়ে উদ্ধত নায়কবিশেষ। [সং. ধীর + উদ্ধত]।

ধীরাধীরা

ধীরাধীরা [ dhīrādhīrā ] বি. (স্ত্রী.) (অল.) যে নায়িকার কোপ কিছুটা ব্যক্ত ও কিছুটা অব্যক্ত থাকে। [সং. ধীরা + অধীরা]।

ধিনধিন

ধিনতাধিন, ধিনধিন [ dhinatā-dhina, dhina-dhina ] বি. নাচের আওয়াজ বা ভঙ্গি। ধ্বন্যা.]।

ধিনতাধিন

ধিনতাধিন, ধিনধিন [ dhinatā-dhina, dhina-dhina ] বি. নাচের আওয়াজ বা ভঙ্গি। ধ্বন্যা.]।