ধেইধেই

ধেইধেই [ dhēi-dhēi ] বি. অব্য. ১. তাণ্ডব নৃত্যের ভঙ্গি বা শব্দ; ২. নির্লজ্জ বা উদ্দাম নাচের ভঙ্গি (ধেইধেই করে নেচে বেড়ানো); ৩. নির্লজ্জভাবে ঘুরে বেড়ানোর ভাব। [ধ্বন্যা.]।

ধৃষ্য

ধৃষ্য [ dhṛṣya ] বিণ. ১. ধর্ষণীয়, ধর্ষণের যোগ্য; ২. দমন করার যোগ্য। [সং. √ ধৃষ্ + য]।

ধৃষ্ণু

ধৃষ্ণু [ dhṛṣṇu ] বিণ. ১. প্রগল্ভ; ২. উদ্ধত; ৩. ধর্ষণশীল; ৪. দমনশীল। [সং. √ ধৃষ্ + নু]।

ধুস্তুর

ধুস্তুর [ dhustura ] বি. ধুতরো। [সং. √ ধুস্ + ক্বিপ্ = ধুস + √ তুর্ + অ]।

ধুসা

ধুসা [ dhusā ] বি. পুরু পশমি কাপড়ের শীতবস্ত্রবিশেষ, মোটা পশমের চাদরবিশেষ। [হি. ধুস্সা]।

ধুরা

ধুরা [ dhurā ] বি. ১. গোরুর গাড়ি ইত্যাদির অগ্রভাগ যা গোরু মোষের কাঁধে লাগানো হয়, জোয়াল; ২. কোনোকিছুর সম্মুখের অংশ; ৩. অক্ষদণ্ড, চাকার মধ্যবর্তী দণ্ড, ঈষ, axle; ৪. ভার। [সং. √ ধুর্ব্ + ক্বিপ্ + আ]।

ধুরন্ধর

ধুরন্ধর [ dhurandhara ] বি. ভারবাহক। ☐ বিণ. ১. ভার বহন করে এমন; ২. (গৌণার্থে) অতি কর্মকুশল বা দক্ষ; ৩. অগ্রণী; ৪. ওস্তাদ (ধুরন্ধর লোক)। [সং. ধুর + √ ধৃ + ণিচ্ + খচ্ (মুমাগম)]।

ধ্বাস্ত

ধ্বাস্ত [ dhbāsta ] বি. অন্ধকার। [সং. √ ধ্বন্ + ত]। ধ্বান্তারি বি. (অন্ধকারের শত্রু অর্থাত্ অন্ধকার দূরকারী) সূর্য।

ধ্বস্ত

ধ্বস্ত [ dhbasta ] বিণ. বিনষ্ট, ধ্বংসপ্রাপ্ত; পতিত। [সং. √ ধ্বন্স্ + ত]।

ধ্বন্যাত্মক

ধ্বন্যাত্মক [ dhbanyātmaka ] বিণ. ১. ধ্বনিমূলক; ২. শব্দের অনুকারমূলক, onomatopoeic. [সং. ধ্বনি + আত্মক]।