ধ ধুরীয় ধুরীণ, ধুরীয় [ dhurīṇa, dhurīẏa ] বিণ. ১. দক্ষ; ২. ভার বহন করার যোগ্য। ☐ বি. ষাঁড়। [সং. √ ধুর্ + ঈন, ঈয়]।
ধ ধমক ধমক [ dhamaka ] বি. ১. তিরস্কার, বকুনি; ২. ঘোর, তাড়স (জ্বরের ধমক); ৩. তাড়া, চাপ (কাজের ধমক); ৪. বেগ (হাসির ধমক)। [হি. ধমক]। ধমকা ক্রি. ধমকানো, ধমক দেওয়া। ধমকানি বি. ধমক, বকুনি। ধমকানো ক্রি. ধমক দেওয়া। ☐ বি. উক্ত অর্থে।
ধ ধবধব ধপধপ, ধবধব [ dhapa-dhapa, dhaba-dhaba ] অব্য. বি. অতিশয় শুভ্রতা বা পরিষ্কার-পরিচ্ছন্নতার ভাব (ধুতিটা সাদা ধপধপ করছে)। [ধ্বন্যা.]।
ধ ধপধপ ধপধপ, ধবধব [ dhapa-dhapa, dhaba-dhaba ] অব্য. বি. অতিশয় শুভ্রতা বা পরিষ্কার-পরিচ্ছন্নতার ভাব (ধুতিটা সাদা ধপধপ করছে)। [ধ্বন্যা.]। ধপধপে, ধবধবে বিণ. অতিশয় শুভ্র ও উজ্জ্বল। (ধপধপে কাপড়)।