ধসকানো

ধসকানো ক্রি. ১. ধসকা হওয়া; ২. ধসা, ভেঙে পড়া (নদীর পাড় ধসকেছে); ৩. ধসানো।

ধসধস

ধসধস [ dhasa-dhasa ] বি. শিথিল বা আলগা ভাব; ধসে পড়ার ভাব (এই জায়গার মাটিটা ধসধস করছে)। [ধস দ্র]। ধসধসে বিণ. ধসকা, শিথিল।

ধবল

ধবল [ dhabala ] বিণ. সাদা, শুভ্র (ধবলগিরি, ‘অমল ধবল পালে লেগেছে মন্দ মধুর হাওয়া’: রবীন্দ্র)। ☐ বি. চর্মরোগবিশেষ-যাতে গাত্রচর্ম, চুল ও রোমরাজি শ্বেতবর্ণ ধারণ করে, শ্বেতি। [সং. √ ধাব্ + অল]। বিণ. স্ত্রী. ধবলা। ধবলিত বিণ. শ্বেতবর্ণ ধারণ করেছে বা সাদা হয়েছে এমন। ধবলিমা (-মন্) বি. শুভ্রতা, শুক্লতা। ধবলী বি. সাদা রঙের গাভী (‘ধবলীরে আনো গোহালে’: রবীন্দ্র)। ধবলীকৃত বিণ. সাদা করা হয়েছে এমন। ধবলীভূত বিণ. সাদা হয়েছে এমন।

ধর্ষণীয়

ধর্ষণীয় বিণ. ধর্ষণের যোগ্য, ধর্ষণ করা সম্ভব এমন।

ধর্ষকামী

ধর্ষকামী বিণ. বি. উক্ত যৌন বিকৃতিতে আক্রান্ত, sadist.

ধর্ষ

ধর্ষ, ধর্ষণ [ dharṣa, dharṣaṇa ] বি. ১. পীড়ন, অত্যাচার; ২. (নারীকে) বলাত্কার; নারীর ইচ্ছার বিরুদ্ধে এবং বলপূর্বক যৌনসম্ভগ; ৩. দমন, পরাজিত করা। [সং. √ ধৃষ্ + অ + অন]। ধর্ষকাম বি. পীড়নের কামনামূলক যৌন বিকৃতিবিশেষ, sadism. ধর্ষকামী বিণ. বি. উক্ত যৌন বিকৃতিতে আক্রান্ত, sadist. ধর্ষণীয় বিণ. ধর্ষণের যোগ্য, ধর্ষণ করা সম্ভব এমন। ধর্ষিত বিণ. ধর্ষণ বা পীড়ন করা হয়েছে এমন। ধর্ষিতা বিণ. (স্ত্রী.) বলপূর্বক সতীত্ব নষ্ট করা হয়েছে এমন।

ধর্ষকাম

ধর্ষকাম বি. পীড়নের কামনামূলক যৌন বিকৃতিবিশেষ, sadism.

ধর্ষণ

ধর্ষ, ধর্ষণ [ dharṣa, dharṣaṇa ] বি. ১. পীড়ন, অত্যাচার; ২. (নারীকে) বলাত্কার; নারীর ইচ্ছার বিরুদ্ধে এবং বলপূর্বক যৌনসম্ভগ; ৩. দমন, পরাজিত করা। [সং. √ ধৃষ্ + অ + অন]।