ধ ধসা ধসা [ dhasā ] ক্রি. ১. (পাহাড়, নদীর পাড় প্রভৃতি থেকে) মাটি ইত্যাদির চাপ খসে পড়া (মাটি ধসে পড়ছে); ২. ভেঙে পড়া (ভিত ধসে গেছে); ৩. দুর্বল হয়ে পড়া (শরীর ধসে গেছে)। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে। [ধস দ্র]। ধসানো ক্রি. ধসকা করা; ধস নামানো, ভেঙে ফেলা (ধসিয়ে দেওয়া)। ☐ বি. বিণ. উক্ত উভয় অর্থে।
ধ ধসকা ধসকা [ dhasakā ] বিণ. ১. ধসে পড়ার মতো ভাবযুক্ত, ধসে পড়বে বা পড়তে পারে এমন; শিথিল (ধসকা মাটি); ২. কমজোর, শক্তিহীন, অন্তঃসারশূন্য (ধসকা শরীর)। [ধস দ্র]। ধসকানো ক্রি. ১. ধসকা হওয়া; ২. ধসা, ভেঙে পড়া (নদীর পাড় ধসকেছে); ৩. ধসানো। ☐ বি. বিণ. উক্ত সব অর্থে।
ধ ধসধস ধসধস [ dhasa-dhasa ] বি. শিথিল বা আলগা ভাব; ধসে পড়ার ভাব (এই জায়গার মাটিটা ধসধস করছে)। [ধস দ্র]। ধসধসে বিণ. ধসকা, শিথিল।