ধর্মান্তরিত

ধর্মান্তরিত বিণ. অন্য ধর্ম গ্রহণ করেছে এমন (কবি মধুসূদন দত্ত ধর্মান্তরিত হয়ে মাইকেল নাম নিয়েছিলেন)।

ধর্মাবতার

ধর্মাবতার বি. 1 মূর্তিমান ধর্ম; 2 বিচারক; 3 ধর্মদূত।

ধর্মাবলম্বী

ধর্মাবলম্বী (-ম্বিন্) বিণ. বিশেষ কোনো ধর্মের উপাসক বা ধর্মসম্প্রদায়ভুক্ত (বৌদ্ধধর্মাবলম্বী)।

ধর্মান্ধ

ধর্মান্ধ বিণ. স্বধর্মে অন্ধবিশ্বাসী এবং পরধর্মদ্বেষী। বি. ধর্মান্ধতা।

ধর্মার্থ

ধর্মার্থ বি. ধর্ম ও অর্থ। ☐ ক্রি-বিণ. ধর্মের জন্য (রাম ধর্মার্থ সীতাকে ত্যাগ করেন)।